ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গত সপ্তাহে চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:১৫, ১৩ মার্চ ২০১৬

গত সপ্তাহে চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো : বিডি ল্যাম্পস, ব্যাংক এশিয়া লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট ও ওয়াটা কেমিক্যাল। বিডি ল্যাম্পস লিমিটেড ॥ পুঁজিবাজারের প্রকৌশল খাতের তালিকাভুক্ত বিডি ল্যাম্পস বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানির উদ্যোক্তা পরিচালকরা। বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.২৯ টাকা ও শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৭০.৭৫ টাকা এবং নিট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে ৩.০৬ টাকা। আগামী ১৬ এপ্রিল বার্ষিক সাধারণ সভা। আর রেকর্ড ডে নির্ধারণ করা হয়েছে ৩০ মার্চ। ব্যাংক এশিয়া লিমিটেড ॥ ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেড ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০৭ টাকা (সংকুচিত), শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২.২৮ টাকা। কোম্পানির ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ এপ্রিল সোমবার, সকাল ১০টায় লেডিস ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এর জন্যে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ। লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জ সুরমা সিমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য আরও ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে লাফার্জ সুরমা সিমেন্টের পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ঘোষণা করা অন্তর্বর্তীকালীন ৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হয়েছে। আগামী ১৬ জুন বেলা ১১টায় মহাখালীর রাওয়া কনভেনশন হলে লাফার্জ সুরমা সিমেন্টের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ১৩ এপ্রিল রেকর্ড ডেট রাখা হয়েছে। ওয়াটা কেমিক্যাল লিমিটেড ॥ পুঁজিবাজারে তালিকভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যাল শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। ওয়াটা কেমিক্যালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মার্চ।
×