ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৪, ১৩ মার্চ ২০১৬

টুকরো খবর

প্রতিবাদ সমাবেশ নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১২ মার্চ ॥ শনিবার দুপুরে ভৈরবে ফার্মের বাচ্চা ও ফিডের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে। ভৈরব পোল্ট্রি ডিলার এ্যাসোসিয়েশনের উদ্যোগে দুপুরে ভৈরব, কুলিয়ারচর, বাজিতপুর, বেলাব, রায়পুরসহ বিভিন্ন এলাকার খামারিরা ঢাকা-সিলেট মহাসড়কের তর্জয় মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন ও বিক্ষোভ করে। মানববন্ধনে পোল্ট্রি ডিলার এ্যাসোসিয়েশনের সভাপতি শরিফ উদ্দিন ও নুরুল আলম সোহেল বলেন, একটি সিন্ডিকেট হঠাৎ করে ব্রয়লার বাচ্চা ও খাবারের দাম বৃদ্ধি করায় পোল্ট্রিশিল্পে জড়িত শত শত খামারি লোকসানের মুখে পড়েছে। পুঁজিপতিরা সিন্ডিকেট করার কারণে এখন খামার বন্ধ হয়ে শত শত খামারি বেকার হয়ে পড়বে। তাই এ অবস্থা দূরীকরণে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে। শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, সীতাকু- (চট্টগ্রাম), ১২মার্চ ॥ সীতাকু- শিপইয়ার্ডে মোঃ মিনহাজ (৪৫) নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি জোড়ামতল এলাকার সাগর উপকূল লস্কর ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার বিষয়ে ইয়ার্ড কর্তৃপক্ষ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বললেও শ্রমিক পক্ষ বলেছে, সকালে পুরাতন জাহাজের ওয়ারিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক জামালপুর জেলার সড়িষাবাড়ি থানার রয়েল এলাকার মৃত সোনা মিয়ার পুত্র। সন্ত্রাসী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১২ মার্চ ॥ দৌলতপুর সীমান্তের শীর্ষ সন্ত্রাসী হাবু গ্রেফতার হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন ধর্মদহ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের শীর্ষ সন্ত্রাসী হাবু ধর্মদহ গ্রামে এক বাড়িতে সন্ত্রাসী কর্মকা- চালানোর সময় পার্শ্ববর্তী তেকালা ক্যাম্পের পুলিশ তাকে গ্রেফতার করে। সে জামালপুর গ্রামের মৃত লিয়াকত আলী ওরফে হানিফের ছেলে। সন্ত্রাসী হাবুর বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকা-ের মামলাসহ বিভিন্ন অপরাধে প্রায় অর্ধডজন মামলা রয়েছে। সড়কে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ১২ মার্চ ॥ ঢাকা-মতলব সড়কে দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও গ্রামের কাছে রাতভর ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনায় পুলিশের সঙ্গে গোলাগুলির সময় গুলিবিদ্ধ অবস্থায় এক ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশ ও গাড়ির যাত্রীসহ ৪ জন আহত হয়েছেন। মুখোশধারী ডাকাতদল যাত্রীদের নিকট থেকে প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গুলিবিদ্ধ ডাকাত আবুল কালাম দাউদকান্দি উপজেলার তিনচিটা গ্রামের মোস্তাক মিয়ার ছেলে। তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। পুলিশ ও যাত্রীরা জানান, শুক্রবার রাতে ঢাকা-মতলব সড়কের দাউদকান্দি উপজেলার নোয়াগাঁও গ্রামের কাছে একদল মুখোশপরা অস্ত্রধারী ডাকাত রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দেয়। ঢাকা থেকে প্রবাসী যাত্রী নিয়ে আসা দুটি মাইক্রোবাস, দুটি প্রাইভেটকার ও তিনটি পিকআপ থামিয়ে চালকদের অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল সেটসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় চালক ও যাত্রীরা চিৎকার দিলে ডাকাত তাদের রামদা দিয়ে আঘাত করে। যাত্রীদের চিৎকারে টহল পুলিশ এগিয়ে গেলে ডাকাতদল পুলিশের গাড়িতেও আক্রমণ করে। ফলে ডাকাত ও পুলিশ উভয়ের মধ্যে গুলিবিনিময় হয়। এ সময় ডাকাত ও পুলিশসহ ৪ জন আহত হয়। পুলিশ এক ডাকাতকে আটক করে। হামলা নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১২ মার্চ ॥ কালকিনি পৌর এলাকার বদরদী গ্রামে মামলা তুলে না নেয়ায় মজিবর হাওলাদার নামের এক মুক্তিযোদ্ধার ওপর ফের হামলা চালিয়েছে প্রতিপক্ষ। শনিবার সকালে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ সোহাগ চৌকিদার, দেলোয়ার চৌকিদার ও হারুন হাওলাদার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে মুক্তিযোদ্ধাকে আহত করে। পরে আহত মুক্তিযোদ্ধাকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
×