ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

প্রকাশিত: ০৪:১৪, ১৩ মার্চ ২০১৬

চুয়াডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ১২ মার্চ ॥ শহরের ফেরিঘাট রোডে দুর্বুত্তদের ধারালো অস্ত্রাঘাতে ভুলু (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আকাশ। শনিবার বেলা ১টার দিকে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আকাশকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। তবে পুলিশ বলেছে, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে হত্যাকা-ের ঘটনা ঘটতে পারে। পুলিশ জানায়, ঘটনার সময় চুয়াডাঙ্গা শহরের জীনতলা মল্লিকপাড়ার খবিরের ছেলে ভুলু ও বাবলুর ছেলে আকাশ ফেরিঘাট রোডের শিশুপার্কের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েক যুবক ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয় জনতা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ভুলুকে মৃত ঘোষণা করেন। রায়গঞ্জে আহত ১০ স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ থেকে জানান, শনিবার সকালে জেলার রায়গঞ্জ উপজেলার হামিন দামিন গ্রামে জমিতে পানি দেয়াকে কেন্দ্রে করে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। আহতরা হলো: হবিবর রহমান, কদম আলী, ইসমাইল হোসেন, জাহাঙ্গীর আলম, আছিয়া খাতুন, মজদার হোসেন, আব্দুর রশিদ, সাইদুল ইসলাম, আব্দুল কুদ্দুস, আকতার হোসেন, রুবেল হোসেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সীতাকু-ে সন্ত্রাসী হামলা,আহত ১ নিজস্ব সংবাদদাতা,সীতাকু- (চট্টগ্রাম) থেকে জানান, সীতাকু-ে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা রাহুল দাশের বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় সন্ত্রাসীদের এলোপাথাড়ি আক্রমণে তার ছোট ভাই সুব্রত দাশ (১৯) মারাত্মকভাবে আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পৌরসদরের পূর্ব আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। চলন্ত সুন্দরবন ‘বাঘ’ বাঁচাতে ‘বাঘ’ এসেছে বাবুল সরদার, বাগেরহাট ॥ টাইগার ক্যারাভান’-এর মধ্যে সুন্দরবনের গাছ-গাছালি, বাঘ, হরিণ, কুমির, বানর ইত্যাদি সাজিয়ে এমনভাবে পরিবেশ তৈরি করা হয়েছে, যা দেখে মনে হবে ‘যেন চলন্ত সুন্দরবন’। ‘দেশ ভ্রমণে বাঘ মামা’ প্রচারাভিযানের অংশ হিসাবে এই ‘টাইগার ক্যারাভান’ শনিবার দুপুরে বাগেরহাট পৌঁছেছে। খানজাহান আলী ডিগ্রী কলেজ চত্বরে বাঘ ও সুন্দরবন রক্ষায় এ প্রচারাভিযানের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা। এ সময় পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, সুন্দরবন পূর্ব বন বিভাগে ডিএফও মোঃ সাইদুল ইসলাম, খানজাহান আলী কলেজের অধ্যক্ষ আসিফ উদ্দিন রাখি, সুন্দরবন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি বাবুল সরদার, টিমের অপারেশন কো-অর্ডিনেটর মীর মাসুদ আলী জিতু প্রমুখ উপস্থিত ছিলেন।
×