ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাত বছরে বিশ্বে বাংলাদেশ এখন দৃষ্টান্ত ॥ হানিফ

প্রকাশিত: ০৪:১৩, ১৩ মার্চ ২০১৬

সাত বছরে বিশ্বে বাংলাদেশ এখন দৃষ্টান্ত ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১২ মার্চ ॥ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেন, বাংলাদেশ আর ভিক্ষুকের দেশ নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের কারণে বাংলাদেশ ‘ভিক্ষুকের দেশ’- এ দুর্নাম ঘুচিয়ে সারাবিশ্বে মাত্র সাত বছরে উদাহরণ সৃষ্টি করেছে। তিনি বলেন, বাংলাদেশ এক সময় বিদেশ থেকে খাদ্য সহায়তা নিয়েছে কিন্তু এখন বিদেশে খাদ্য সহায়তা প্রদান করছে। দীর্ঘ ১১ বছর পর শনিবার স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হীরুর সভাপপিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে হানিফ এ কথা বলেন। কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ এমপি এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শেষে এ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হীরকে সভাপতি ও আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে জেলা আ’লীগের কমিটি গঠিত হয়। পরে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে বলে জানানো হয়েছে। বক্তব্য রাখেন- জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া এমপি, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এবি তাজুল ইসলাম এমপি, ডাঃ ইউনুস আলী সরকার এমপি, মঞ্জুরুল ইসলাম লিটন এমপি, অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সহ-সম্পাদক মাহমুদ হাসান রিপন প্রমুখ। পুরস্কার বিতরণ নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১২ মার্চ ॥ ভালুকা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ডাঃ এম আমান উল্লাহ এমপি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। লবণ সচেতনতায় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১২ মার্চ ॥ বিশ্ব লবণ সচেতনতা সপ্তাহ উপলক্ষে শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর হার্ট ফাউন্ডেশন আয়োজিত জেলা শহরের গাজীপুর ডায়াবেটিক সেন্টারের মিলনায়তনে সকালে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন গাজীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ মোঃ ইউনুস আলী। বক্তব্য রাখেন- গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আলী হায়দার খান, কক্সবাজারের সাবেক সিভিল সার্জন ডাঃ মোঃ কমর উদ্দিন, গাজীপুর বিএমএ’র সভাপতি ডাঃ মোঃ আমীর হোসাইন রাহাত, ডাঃ আলী আকবর পলান, ডাঃ রাবেয়া বেগম প্রমুখ।
×