ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় গাজীপুরে পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশিত: ০৪:১২, ১৩ মার্চ ২০১৬

সড়ক দুর্ঘটনায় গাজীপুরে পুলিশ কর্মকর্তা নিহত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১২ মার্চ ॥ শনিবার পুলিশের একটি মাইক্রোবাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। এসময় পুলিশের ২ কনস্টেবলসহ মাইক্রেবাসের চালক আহত হয়েছে। নিহত এএসআইয়ের নাম হারুন অর রশীদ (৪২)। তিনি জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার থাপুনআলা গ্রামের মৃত ওমর উদ্দিন ম-লের ছেলে। জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক জানান, একটি মাইক্রোবাসে চড়ে পুলিশের কয়েক সদস্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় শনিবার ভোরে টহল দিচ্ছিল। এসময় পুলিশের মাইক্রোবাসটি ওই মহাসড়কে বাঘের বাজারের পুষ্পদাম এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পণ্য বোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাস আরোহী পুলিশের এএসআই হারুন এবং ২ কনস্টেবলসহ মাইক্রোবাসের চালক আহত হয়। আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এএসআই হারুন মারা যায়। নওগাঁয় শিশুছাত্র নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, শনিবার সকালে ধামইরহাটে বালু বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইয়াছির আরাফাত স্বাধীন (১১) নামে এক শিশু নিহত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় উত্তেজিত জনতা ব্যাপক ভাংচুর করে দুটি ট্রাকে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এসময় পুলিশ ও জনতার সংঘর্ষে একজন পুলিশসহ ৩জন আহত হয়েছে। ট্রাক দুটি বালু নিয়ে পঞ্চগড় থেকে আসছিল। জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ফার্শিপাড়া গ্রামের পান ব্যবসায়ী ইয়াছিন আলী টুকুর একমাত্র সন্তান স্থানীয় চকময়রাম মডেল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ইয়াছির আরাফাত স্বাধীন ওই বিদ্যালয়ে বাইসাইকেলযোগে জনৈক শিক্ষকের নিকট প্রাইভেট পড়ে বাসায় ফিরছিল। পথে চকময়রাম আম বাগানের নিকটে ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে বিপরীতমুখী দুটি ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে রাখা বালুর ওপর পড়লে দুটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশু স্বাধীনের মৃত্যু ঘটে। লক্ষ্মীপুরে স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর থেকে জানান, অটোরিক্সা-লেগুনার সংঘর্ষে শাহরিয়ার নামে ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। তার পিতার নাম ইব্রাহিম। এ ঘটনায় নারী, শিশু ও চালকসহ আরও অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার বিকেল প্রায় সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জের সুতাপগুপটায় এ দুর্র্ঘটনা ঘটে। সে স্থানীয় আমরিতোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। রাজশাহীতে যুবক স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, বেপারোয়া ট্রাকের ধাক্কায় রাজন (২২) নামের এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার পবা উপজেলার নওহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজন দুর্গাপুর উপজেলার মোহনগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী একই এলাকার জীবন নামের অপর যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×