ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রংপুরে যৌতুকের জন্য দুই গৃহবধূ খুন

প্রকাশিত: ০৪:১২, ১৩ মার্চ ২০১৬

রংপুরে যৌতুকের জন্য দুই গৃহবধূ খুন

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ মিঠাপুকুর ও বদরগঞ্জ উপজেলায় যৌতুকের জন্য দুই গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে। পুলিশ এ দুই ঘটনায় একজনের শ্বশুর এবং অপরজনের শাশুড়িকে গ্রেফতার করেছে। মিঠাপুকুরে প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার রাত ১১টায় আর বদরগঞ্জেরটি শনিবার সকালে। জানা গেছে, মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের গয়েশপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে জিলানী মিয়ার সঙ্গে একই এলাকার শাবানা বেগমের চার বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শাবানাকে নির্যাতন করত। শুক্রবার রাতে একই কারণে তিনজন মিলে বেদম প্রহার করলে ঘটনাস্থলেই শাবানা মারা যান। এ ঘটনার পর তারা সবাই বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার এবং শ্বশুর আবুল হোসেনকে গ্রেফতার করে। অপরদিকে একই কারণে বদরগঞ্জের কুতুবপুর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের লাকী বানুকে তার স্বামী সাজ্জাদুর রহমান ও তার বাবা-মা মিলে শনিবার সকালে পিটিয়ে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে লাশ ঝুলিয়ে রাখে। পুলিশ লাশ উদ্ধার এবং শাশুড়ি সায়েরা বেগমকে গ্রেফতার করে। এ সময় স্বামী ও শ্বশুর পালিয়ে যায়। মোল্লাহাটে শিশু স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, মোল্লাহাটে শিশু ভ্যানচালককে জবাই করে হত্যা চেষ্টা, সাংবাদিক টুটুল অপহরণ ও অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধারের রেশ না কাটতেই এবার আকিবুর শেখ নামে আট বছরের এক শিশু খুন হয়েছে। মাদারতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আকিবুরের লাশ শনিবার দুপুরে পুলিশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত আকিবুর উপজেলার কুলিয়া ইউনিয়নের মাদারতলা গ্রামের সেলিম শেখের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে আকিবুরের মা মুর্শিদা বেগম তার ছোট ছেলেকে বাড়িতে রেখে বড় ছেলে রফিকুলকে সঙ্গে নিয়ে ব্যবসার কাজে বাইরে থাকা স্বামী সেলিমকে ফোন করতে যান। বাড়িতে ফিরে আকিবুরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে প্রতিবেশীদের নিয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে রাত ১২টার দিকে বাড়ি থেকে প্রায় পাঁচ শ’ গজ দূরে বাগানে আকিবুরকে নিথর পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীতাকু-ে লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা সীতাকু- (চট্টগ্রাম) থেকে জানান, সীতাকু-ের বাড়বকু- মান্দারি ঢোলা এলাকায় সাগর উপকূল থেকে অজ্ঞাত (৫০) লাশ উদ্ধার করেছে সীতাকু- মডেল থানার পুলিশ। শনিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। জানা যায়, সকাল ৯টার দিকে বাড়বকু- মাদারি ঢোলা এলাকায় সাগর উপকূলে অজ্ঞাতনামা লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী। উপ-পরিদর্শক রাফিউজ্জামান লাশটি উদ্ধার করেন। গাছচাপায় বৃদ্ধার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী থেকে জানান, উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া এলাকায় গাছচাপায় ১ জনের মৃত্যু ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে ঘটনাটি সংঘটিত হয়। গাছচাপায় নিহত ব্যক্তির নাম মোঃ হোসেন (৬৫)।
×