ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাঁধ ভাঙ্গনের শঙ্কায় কলাপাড়ায় চার গ্রামের কৃষক

প্রকাশিত: ০৪:১০, ১৩ মার্চ ২০১৬

বাঁধ ভাঙ্গনের শঙ্কায় কলাপাড়ায় চার গ্রামের কৃষক

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ মার্চ ॥ পাটুয়ার চার ভেন্টের স্লুইসটি এখন সেখানকার কৃষকের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। একে তো গেটগুলো ভেঙ্গে অনবরত লোনা পানি প্রবেশ করছে অভ্যন্তরীণ খালে। স্রোতের তোড়ে স্লুইসের ভেতরের এবং বাইরের উইংওয়াল ভেঙ্গে গেছে। পানির চাপে উইংওয়ালের সামনের বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। রিভারসাইটসহ মূলবাঁধ ভেঙ্গে গেছে। এখন ভেতরের স্লোপসহ মাত্র দেড়ফুট প্রস্থ বাঁধটি রয়েছে। কোনমতে মানুষ হেঁটে চলাচল করতে পারছে। কোন যানবাহন চলতে পারছে না। যেকোন সময় উইংওয়ালের সামনের পুরো বাঁধসহ স্লুইসটি বিধ্বস্ত হয়ে গোটা এলাকা নদীর সঙ্গে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের ৫৪ নম্বর পোল্ডারে পাটুয়াবাজারে স্লুইসটির অবস্থান। স্থানীয় দোকানিরা জানান, ইতোমধ্যে চারটি দোকান স্লুইসের সামনের ভাঙ্গনের কবলে পড়েছে। কয়েকদফা ইট, ব্লক ও মাটি দিয়ে ভাঙ্গনরোধে চেষ্টা করা হয়েছে। কিন্তু কোন কাজে আসছে না। স্থানীয়রা জানায়, পানি উন্নয়ন বোর্ডে বহুবার ধর্ণা দেয়া হয়েছে, কিন্তু কোন প্রতিকার তারা পায়নি। তাই পাটুয়া গ্রামসহ আশপাশের চারটি গ্রামের সহ¯্রাধিক কৃষক পরিবারে এখন শঙ্কা দেখা দিয়েছে। তারা আগামী বর্ষা মৌসুমের আগেই স্লুইসটি মেরামতসহ সংলগ্ন বাঁধটি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, স্লুইসগেটটি মেরামতসহ উইংওয়ালের বাঁধটি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তবে শঙ্কিত কৃষকরা জরুরী পদক্ষেপ নেয়ার আকুতি জানিয়েছেন। পাঁচ পুলিশ সদস্য আহত টেকনাফে হাতকড়াসহ আসামি ছিনতাই স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে ইয়াবা বিক্রেতা চক্র পুলিশের ওপর হামলা চালিয়ে এক ডজন মামলার পলাতক আসামি নুরুল হুদাকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় এক উপ-পরিদর্শকসহ পাঁচ পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছেন।
×