ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দৌলতপুরে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ ॥ ৭ দিন পর উদ্ধার

প্রকাশিত: ০৪:১০, ১৩ মার্চ ২০১৬

দৌলতপুরে ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ ॥ ৭ দিন পর উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া, ১২ মার্চ ॥ দৌলতপুরে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। অপহৃত ওই স্কুলছাত্রী ৭ দিন পর শুক্রবার রাতে উদ্ধার হয়েছে। উপজেলার চিলমারী ইউনিয়নের চরভবনন্দদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের নজরুল শিকদারের মেয়ে চিলমারী হাই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রী ৭ মার্চ সকালে স্কুলে যাওয়ার পথে একই এলাকার মামুন ও শহিদুলসহ চার দুর্বৃত্ত তাকে অপহরণ করে। দুর্বৃত্তরা তাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। ৭ দিন ধরে পালাক্রমে ধর্ষণ করার পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে শুক্রবার রাতে নিজ এলাকায় রেখে পালিয়ে যায়। এলাকাবাসী ছাত্রীকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। লক্ষ্মীপুরে নিখোঁজ ব্যবসায়ী উদ্ধার নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১২ মার্চ ॥ সদর উপজেলার কালীবাজারের নিখোঁজ মোবাইল ফোন ব্যবসায়ী ওয়াহিদুল বারী রাজিবকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। অচেতন অবস্থায় রাজিবকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে তাকে কালীবাজারের নিকটবর্তী বেড়িবাঁধের একটি খালপাড় থেকে উদ্ধার করেন পরিবারের লোকজন। হোমিওপ্যাথিক মেডিক্যাল উদ্বোধন স্টাফ রিপোর্টার, ঈশ^রদী ॥ শহরের আলোবাগ মোড়ে শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করেন। বক্তব্য দেনÑ ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, ডাঃ জহর বাগচী, ডাঃ নজরুল ইসলাম। । উপজেলা হোমিওপ্যাথিক প্যাকটিশনার এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ এসএম জাকির হোসেন এতে সভাপতিত্ব করেন। সেলাই মেশিন বিতরণ নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১২ মার্চ ॥ শনিবার দুপুরে ভৈরবের চন্ডিবের ঈদগাহ মাঠে কাতার চ্যারিটির এতিমমাতাদের মাঝে ১০টি সেলাই মেশিন বিনামূল্যে বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন কাতার থেকে আগত কাতার চ্যারিটির উর্ধতন কর্মকর্তা আহ্মেদ সালেহ্ আল আলী, ইব্রাহিম ফুতাইন, আহমেদ আল বরদিনী, আহমেদ আবদুল্লাহ্, ইমান আল কাবি, আসমা আল হাম্মাদি, আব্দুল্লাহ্ আল এনাজি এবং কাতার চ্যারিটি বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ডাঃ আমিন হাফিজ ওমর। ডোমারে ট্রান্সফরমার বিকল চারদিন বিদ্যুত নেই স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলা গত চারদিন থেকে বিদ্যুতহীন হয়ে পড়ে রয়েছে। বিদ্যুত বিভাগের ৩৩/১১ কেভির উপকেন্দ্রের একটি ৫ এমবি-এ পাওয়ার ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিদ্যুত না থাকায় ডোমার এলাকার ক্ষুদ্র কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে। এ ছাড়া সেচনির্ভর বোরো আবাদে বিদ্যুত চালিত সেচযন্ত্র চালাতে পারছে না কৃষক। ফলে বোরো ক্ষেতগুলো শুকিয়ে যাচ্ছে। বিদ্যুত উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীর ডোমার কার্যালয় সূত্র জানায়, গত ৯ মার্চ বিকেলে পাওয়ার ট্রান্সফরমারটি পুড়ে যাওয়ার কারণে বাকি দুটি ট্রান্সফরমারের মাধ্যমে ৬ মেগাওয়াট বিদ্যুত দিয়ে ২ ঘণ্টা পর পর লোডশেডিং দিয়ে বিদ্যুত সরবরাহ করা হচ্ছে বলে দাবি করা হয়। তবে বিদ্যুত গ্রাহকরা বলছেন পুরাই বিদ্যুত নেই। তারা চরম ক্ষোভ প্রকাশ করে বলেছে, বিদ্যুত বিভাগের গাফলাতির কারণে পুড়ে যাওয়া ট্রান্সফরমার অপসারণ করে নতুন ট্রান্সফরমার স্থাপন করতে পারেনি। আবাসিক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন বলেন পুড়ে যাওয়া ট্রান্সফরমারটি সচল করতে আরো ২০ দিন সময় লাগবে। সিলেটে যুবকের রহস্যজনক মৃত্যু স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ গোলাপগঞ্জে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত মুজিবুর রহমান (২২) উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের কলাশহর গ্রামের আব্দুল মজিদের ছেলে। মুজিবুরের ছোটভাই মুহিবুর রহমান জানান, দুই দিন আগে উপজেলার লক্ষ্মীপাশা গ্রামে আত্মীয় লিয়াকত আলীর বাড়িতে যান মুজিবুর।
×