ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৩ আদিবাসী নারী পাচারের অভিযোগে ভিক্ষু আটক

প্রকাশিত: ০৪:১০, ১৩ মার্চ ২০১৬

১৩ আদিবাসী নারী পাচারের অভিযোগে ভিক্ষু আটক

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১২ মার্চ ॥ রোয়াংছড়ি উপজেলা থেকে ১৩ আদিবাসী নারীকে মিয়ানমারে পাচারের অভিযোগে ভিক্ষুকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি বৌদ্ধবিহার থেকে উসিরি ভিক্ষুকে (২৪) আটক করা হয়। তার বিরুদ্ধে শুক্রবার সকালে রোয়াংছড়ি থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রোয়াংছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াই হ্রী মারমা বলেন, মেয়েদের অভিভাবকরা নিরুপায় হয়ে মানবপাচারের মামলা করেছে। তাদের একসঙ্গে নিখোঁজ হওয়া রহস্যজনক। গত জানুয়ারি মাসে বান্দরবানের রোয়াংছড়ির বিভিন্ন এলাকা থেকে ১৩ মারমা আদিবাসী নারীকে অনাথ আশ্রমে রাখার কথা বলে প্রথমে রাঙ্গামাটির মিতিঙ্গাছড়ি বৌদ্ধবিহারে নিয়ে যায়, পরে সেখান থেকে মিয়ানমারে পাচার করে দেয় বলে অভিযোগ করেছেন পাচার হওয়া মেয়েদের অভিভাবকরা। রাঙ্গামাটি থেকে আটকের পর তাকে বান্দরবান সদর থানায় এনে পুলিশ ও গোয়েন্দা সংস্থা তার কাছ থেকে তথ্য আদায়ে জিজ্ঞাসাবাদ করছে। অভিযুক্ত বৌদ্ধ ভিক্ষু উসিরি ভান্তে জানান, মিয়ানমারের মংডু শহরতলীর কাছে নেজাদো মন্দিরে ১৩ আদিবাসী নারীকে পাঠান তিনি। ১৩ আদিবাসী নারীকে ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের কথা বলে মিয়ানমারে নিয়ে যায়। এর পর থেকে আদিবাসী নারীদের অভিভাবকরা নানাভাবে যোগাযোগ করেও তাদের খোঁজ পাননি। ফলে শুক্রবার সকালে জেলার রোয়াংছড়ি থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করেন অভিভাবকরা। রোয়াংছড়ি থানার উপ-পরিদর্শক মোঃ গোলাম মোস্তফা বলেন, জিজ্ঞাসাবাদ করে পাচার হওয়াদের অবস্থান শনাক্ত করে তাদের উদ্ধার করার চেষ্টা চলছে। যশোর পলিটেকনিক অধ্যক্ষের অপসারণ দাবি স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. আব্দুল্লাহার বিরুদ্ধে অর্থ আত্মসাত, দুর্ব্যবহার, স্বজনপ্রীতিসহ নানা অনিয়ম তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে সাধারণ ছাত্রছাত্রী। শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরের ১ নম্বর মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়। এদিকে সংবাদ সম্মেলনে অংশ নিতে আসার সময় ছাত্রদের অধ্যক্ষ তার স্থানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে আটকে রাখে। এ সময় সংবাদ সম্মেলনের ব্যানার ছিনিয়ে নেয়া হয় এবং হুমকি দেয়া হয়- তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলে ‘রেড টিসি’ দেয়া হবে। এরপরও সংবাদ সম্মেলনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ড. আব্দুল্লাহ স্বনামধন্য এ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে যোগ্য নয় বলে তার অপসারণ দাবি করেন শিক্ষার্থীরা। এ দাবিতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের প্রায় ২ হাজার ছাত্রছাত্রীর স্বাক্ষর সংবলিত আবেদন কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, শিক্ষমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর দেয়া হয়েছে।
×