ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একুশে টেলিভিশনে ‘যুদ্ধ ৭১’

প্রকাশিত: ০৩:৫২, ১৩ মার্চ ২০১৬

একুশে টেলিভিশনে ‘যুদ্ধ ৭১’

সংস্কৃতি ডেস্ক ॥ মার্চ মাস স্বাধিকার আন্দোলন তথা বাঙালীর মুক্তির মাস। মুক্তিযুদ্ধের চূড়ান্ত লড়াইয়ের প্রেক্ষাপট এ মাসেই তৈরি হয়। তাই মার্চ মাসজুড়ে প্রতিদিন প্রচারের জন্য একুশে টেলিভিশন এই মুক্তির প্রেক্ষাপট নিয়ে নির্মাণ করেছে তথ্যভিত্তিক অনুষ্ঠান ‘যুদ্ধ ৭১’। রঞ্জন মল্লিকের প্রযোজনায় তথ্যভিত্তিক অনুষ্ঠানটি প্রচার হবে মার্চ মাসের প্রতিদিন রাত ৮-৩০ মিনিটে। মুক্তিযুদ্ধকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য নির্মিত এই অনুষ্ঠানটিতে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট নির্মাণ এবং চূড়ান্ত বাস্তবায়ন কিভাবে তৈরি হয় তা তুলে ধরা হবে। বিশেষ করে মহান স্বাধীনতায় ডাকসুর ভূমিকা, ৭ মার্চের ভাষণ, নারী মুক্তিযোদ্ধা, ঢাকায় গেরিলা অপারেশন, মুজিবনগর সরকার, বীরাঙ্গনা নারী, কিশোর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের দলিলপত্র, গণকবর, বধ্যভূমি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত তথ্যচিত্র এবং বিশিষ্টজনদের স্মৃতিচারণ অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে দর্শক উপভোগ করবেন। এছাড়া অনুষ্ঠানটিতে মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত বিভিন্ন চলচ্চিত্রের প্রেক্ষাপটও তুলে ধরা হবে।
×