ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘে উত্থাপন করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:৫০, ১৩ মার্চ ২০১৬

ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘে উত্থাপন করবে যুক্তরাষ্ট্র

ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি আগামী সপ্তাহে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় উত্থাপন করবে যুক্তরাষ্ট্র, বলেছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচী নস্যাতে সহযোগিতার জন্য দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছে। খবর ইয়াহু নিউজের। সামান্থা শুক্রবার এক বিবৃতিতে বলেন, এ বিপজ্জনক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়গুলো আমরা সরাসরি নিরাপত্তা পরিষদের আলোচনায় উত্থাপন করব। আমরা এ আলোচনা সোমবার অনুষ্ঠানের আহ্বান জানিয়েছি। তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচীতে মন্থর ও হেয়প্রতিপন্ন করার জন্য বিশ্বের সকল অংশীদার রাষ্ট্রের কাজ করার প্রয়োজন রয়েছে। ইরানের বিপ্লবী গার্ড ইউনিট এ সপ্তাহে কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আন্তর্জাতিক উদ্বেগের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও অন্যান্য দেশ বলেছে, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলো সত্য হলে তা হবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ প্রস্তাবের পরিপন্থী। সামান্থা বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উস্কানিমূলক এবং পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে। উত্তর কোরিয়ার ডুবোজাহাজ নিখোঁজ সাগরে মহড়ার সময় উত্তর কোরিয়ার একটি ডুবোজাহাজ (সাবমেরিন) নিয়ন্ত্রণ কক্ষ থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে। গত সপ্তাহের প্রথমদিকে উত্তর কোরিয়ার পূর্ব-উপকূলে সাবমেরিনটি মহড়ায় অংশ নেয়ার সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সেটির ওপর নজর রাখছিল। খবর ওয়েবসাইটের । সিএনএনের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নৌবাহিনী কয়েক দিন ধরে সাবমেরিনটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এ সময় পুরো বিষয়ের ওপর গোপনে নজর রাখছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা স্যাটেলাইট, বিমান ও জাহাজ। নিখোঁজ ডুবোজাহাজটি সাগরের ভেতরে ভেসে আছে না ডুবে গেছে সে বিষয়ে এখনও নিশ্চিত নয় যুক্তরাষ্ট্র। মহড়ার সময় সেটির কোন সমস্যা হয় বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা। টিকে আছে যে কারণে- ভারতে ইলোরার বিশ্বখ্যাত গুহাচিত্র দেড় হাজার বছর ধরে টিকে আছে- তার কারণ হলো বিশুদ্ধ গাঁজাপাতা। ভারতীয় পুরাতাত্ত্বিকরা গবেষণা করে জানতে পেরেছেন, ইলোরার গুহার দেয়ালে ছবি আঁকার আগে মাটি আর চুনের সঙ্গে নির্দিষ্ট পরিমাণে মেশানো হতো গাঁজাপাতার মন্ড। যে কারণে এতদিন ধরে অক্ষত আছে পাথুরে দেয়ালের গায়ের ওই আস্তরন। - কারেন্ট সায়েন্স চসেস্কুর প্রাসাদ উন্মুক্ত রোমানিয়ার সাবেক প্রেসিডেন্ট নিকোলাই চসেস্কুর প্রাসাদটি ২৭ বছর পর পর্যটকদের জন্য খুলে দেয়া হলো। বুখারেস্ট শহরে অবস্থিত প্রাসাদটি ১৪ হাজার বর্গমাইল (৩.৫ একর) জমির ওপর তৈরি। এর ৮০টি কক্ষে পর্যটকরা যেতে পারবেন। যেখানে একটি সিনেমা হল, সুইমিং পুল ও ড্রেসিং রুমও রয়েছে। প্রাসাদটি ১৯৬০ সালের দিকে তৈরি করা হয়। ১৯৮৯ সালের বড়দিনে প্রেসিডেন্ট ও তার স্ত্রী ইলেনাকে গুলি করে হত্যা করা হয়। - বিবিসি
×