ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কবি রফিক আজাদের শারীরিক অবস্থার আরও অবনতি

প্রকাশিত: ০৮:৫৬, ১২ মার্চ ২০১৬

কবি রফিক আজাদের  শারীরিক অবস্থার  আরও অবনতি

স্টাফ রিপোর্টার ॥ বরেণ্য কবি ও মুক্তিযোদ্ধা কবি রফিক আজাদের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। প্রায় দুই মাস ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। লাইফ সাপোর্টে থাকা এই কবির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে শুক্রবার। এদিন সকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। কবির সহধর্মিণী ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দিলারা হাফিজ জনকণ্ঠকে বলেন, আজ (শুক্রবার) সকাল থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে দীর্ঘদিন হাসপাতালের আইসিইউতে থাকায় বর্তমানে তিনি সেপটিসোমিয়ায় আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে চিকিৎসা দিচ্ছেন। তারা জানিয়েছেন, এ অবস্থায় যে কোন সময় কবির হৃদক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদও রফিক আজাদের শারীরিক অবনতির বিষয়টি নিশ্চিত করেছেন। রফিক আজাদ দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। এছাড়াও তাঁর কিডনি এবং ফুসফুসেও সমস্যা আছে। রফিক আজাদ ১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুণী গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন। তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি অভিভাবকদের কঠিন শাসন উপেক্ষা করে তিনি ভাষা শহীদদের স্মরণে খালি পায়ে মিছিল করেন। ‘ভাত দে হারামজাদা’সহ অসংখ্য কালজয়ী কবিতার স্রষ্টা রফিক আজাদ ১৯৮১ সালে বাংলা একাডেমি পুরস্কার ও ২০১৩ সালে একুশে পদক পান। এছাড়া সাহিত্যে অবদানের জন্য হুমায়ুন কবির স্মৃতি (লেখক শিবির) পুরস্কারসহ অর্জন করেছেন বেশ কিছু পুরস্কার।
×