ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনারগাঁয়ে লরির চাপায় কলেজ শিক্ষক নিহত

প্রকাশিত: ০৮:৩৯, ১২ মার্চ ২০১৬

সোনারগাঁয়ে লরির চাপায় কলেজ শিক্ষক নিহত

সংবাদদাতা, সোনারগাঁ (নারায়ণগঞ্জ), ১১ মার্চ ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় লরি চাপায় কলেজের সিনিয়র প্রভাষক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ আব্দুল আউয়াল (৪৭)। তিনি সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক। তার মৃত্যুতে কলেজের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু জানান, তার মৃত্যুটি মেনে নেয়ার মতো নয়। মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকাটি এখন মরণফাঁদ। এখানে ওভারব্রিজ থাকা সত্ত্বেও মহাসড়কে ডিভাইডার দিয়ে লোকজন পারাপার করছে। স্থানীয় প্রশাসন এখানে কোন ট্রাফিক পুলিশ দিচ্ছে না। ফলে অহরহ দুর্ঘটনা ঘটছে। নিহত আব্দুল আউয়াল মোগরাপাড়া ইউনিয়নের পিয়ারনগর এলাকায় বসবাস করেন। তার দেশের বাড়ি কুমিল্লার মেঘনা থানায়। তার স্ত্রীসহ ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।
×