ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আরও দেড়শ’ ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ০৮:২৯, ১২ মার্চ ২০১৬

আরও দেড়শ’  ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় দিনের বৈঠকে আরও দেড়শ’ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থিতা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এ নিয়ে গত দুই দিনে তৃতীয় ধাপে ৭০৯টি ইউনিয়ন পরিষদের মধ্যে সাড়ে চার শ’ ইউপির একক প্রার্থিতা চূড়ান্ত করল দলটি। আজ শনিবার রাতে পুনরায় বৈঠকে বসে বাকি ইউনিয়ন পরিষদের একক প্রার্থিতা চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। শুক্রবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারী বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) মনোনয়ন বোর্ড বৈঠক শুরু করে চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। এতে আওয়ামী লীগের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে তৃণমূলের সুপারিশ এবং তিন দফায় গোপন জরিপের রিপোর্ট বিশ্লেষণ করে একক প্রার্থিতা চূড়ান্ত করে মনোনয়ন বোর্ড। বৈঠকসূত্র জানায়, ইউপিতে দলীয় প্রার্থিতা বাছাই ছাড়াও আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিল ঠিক কবে হবে এ বিষয়টি আলোচনায় আসে। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ২০ মার্চ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের পরবর্তী বৈঠকেই আগামী ২৮ মার্চ কিংবা কাউন্সিল পিছিয়ে দিয়ে পরবর্তী তারিখ নির্ধারিত হবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বৈঠকে উপস্থিত একাধিক নেতাই আভাস দিয়েছেন কেন্দ্রীয় কাউন্সিল কিছু দিনের জন্য হলেও পিছিয়ে দেয়া হতে পারে। এদিকে গণভবনের অপর একটি সূত্র জানায়, লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে জানা না গেলেও গুঞ্জন রয়েছে আবুল হাসনাতকেই ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি করা হতে পারে। বিষয়টি নিশ্চিত হলে আগামী কয়েক দিনের মধ্যে বিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হতে পারে।
×