ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দু’মাসের মধ্যে ঢাকা শহরে ১০ হাজার ডাস্টবিন বসানো হবে

প্রকাশিত: ০৬:৪৬, ১২ মার্চ ২০১৬

দু’মাসের মধ্যে ঢাকা শহরে ১০ হাজার ডাস্টবিন বসানো হবে

স্টাফ রিপোর্টার ॥ আগামী দু’মাসের মধ্যে ঢাকা শহরে প্রায় ১০ হাজার ডাস্টবিন বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। অপরদিকে ঢাকা শহর পরিষ্কার করতে প্রত্যেককে এক মিনিট চিন্তা করার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসআই) আয়োজনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অনুষ্ঠানে দুই মেয়র এসব কথা বলেন। শুক্রবার রাজধানীর দুই মেয়রের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে ডাস্টবিন সঙ্কটের বিষয়টি স্বীকার করে সাঈদ খোকন বলেন, মার্চ ও এপ্রিলের মধ্যে দক্ষিণ সিটিতে ৫ হাজার ৭০০টি এবং উত্তর সিটিতে ৪ হাজার ডাস্টবিন স্থাপন করা হবে। প্রত্যেকটি ওয়ার্ডে একশটি করে ডাস্টবিন দেয়া হবে। ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হলে প্রত্যেককে একেকজন মেয়রের ভূমিকা পালন করতে হবে উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ‘আমাদের ঢাকা শহরে আমরা সবাই মেয়র। মেয়রের দায়িত্ব সবাইকে নিতে হবে। ঘরের চেয়ে বেশি শহরটাকে পরিষ্কার রাখতে হবে। কারণ আমরা বেশিরভাগ সময় বাইরে থাকি। দুই কোটি লোকের বাসস্থান এ শহরকে একা মেয়র বা কয়েক হাজার কর্মীর পক্ষে পরিচ্ছন্ন রাখা সম্ভব না। এ সময় তিনি সবুজ, বাসযোগ্য শহর গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়া এবং অন্যকে সচেতন করার আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকা শহর পরিষ্কার করতে প্রত্যেককে এক মিনিট চিন্তা করার অনুরোধ জানিয়ে ডিএনসিসি মেয়র আনিসুল হক বলেন, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি শিক্ষার্থী দিনের মধ্যে এক মিনিটের জন্য চিন্তা করুক যে, আমার সামনের জায়গাটুকু পরিষ্কার করি। এক মিনিটের চিন্তা, এক বছরের চিন্তা, এক হাজার বছরের চিন্তার মতো শক্তিশালী হয়ে উঠবে।
×