ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডিজিটাল নিরাপত্তায় সিসি ক্যামেরা

প্রকাশিত: ০৬:০৬, ১২ মার্চ ২০১৬

ডিজিটাল নিরাপত্তায় সিসি ক্যামেরা

আধুনিক বিশ্বে সব থেকে বড় সমস্যাগুলোর মধ্যে নিরাপত্তাব্যবস্থার সমস্যাকে বিশেষ সমস্যা বলে বিবেচিত হচ্ছে। বিশ্বের সব বড় বড় ধনী থেকে শুরু করে সামরিক বিভাগ সবখানে কি উপায়ে আরো মানসম্মত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা যায় তাই নিয়ে রাতদিন গবেষণা করা হচ্ছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিভিন্ন সময়ে আবিষ্কার হচ্ছে নানা ফিচারসমৃদ্ধ সিকিউরিটি ক্যামেরা। অনেকে বিভিন্ন নাম দিয়ে থাকেন। কেউ বলেন স্পাই ক্যামেরা কেউ আবার নাম দেন সিসি ক্যামেরা। দেশের মধ্যে আইটি উদ্যেক্তারা তৈরি করছেন বিশ্ব মানের সিসি ক্যামেরা। আর সেই প্রযুক্তি নিয়ে এসেছে এদেশের একটি প্রতিষ্ঠান গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড। আইটি ডট কমের সঙ্গে একান্ত আলোচনায় এই প্রতিষ্ঠানের ডিরেক্টর মোঃ রফিক জানান, দেশের মধ্যে নিজেদের আইটি পণ্য নিয়ে বরাবর গর্ব করে এসেছে গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড। দেশের মানুষকে নিরাপত্তামূলক পণ্য কম দামে দিতে পেরে আমরা খুশি। সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণে এই প্রতিষ্ঠান একটু হলেও সামান্য অবদান রাখতে পেরেছে বলেই আমরা খুশি। গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড আধুনিক সিসি ক্যামেরা নিয়ে এসছে তার মধ্যে বহু পরিচিতি লায়ন ভিষণ। গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড দেশের একমাত্র প্রতিষ্ঠান যারা ডিজিটাল সিকিউরিটি সিস্টেমের সকল দরকারি পণ্য বর্তমানে আমদানি করে থাকছে। রফিক জনকণ্ঠকে আরও জানান, তাদের প্রতিষ্ঠান অল্পসময়ের মধ্যে দেশের মধ্যে আইপি ক্যামেরা ও সিসি ক্যামেরা তৈরি করতে যাচ্ছে। এ ছাড়াও তাদের নিজেদের বাইরে থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ একঝাঁক তরুণ ডিজিটাল সিকিউরিটি ম্যানেজমেন্ট টিম আছে। যারা তাদের তৈরি ডিজিটাল সিকিউরিটি ক্যামেরা, সার্ভিলেন্স ক্যামেরা রক্ষণাবেক্ষণ ও আইটি সেবা প্রদান করে চলেছে সারা বাংলাদেশব্যাপী। সিসি ক্যামেরা ইনস্টল করা খুবই ব্যয়বহুল এমন প্রথাকে ভেঙ্গে দিয়েছে গোল্ডেন ট্রেড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড। তাদের তৈরি করা করা পণ্য মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। লায়ন ভিষণ ব্র্যান্ডের চারটি বিশেষ ক্যামেরা রয়েছে এএইচডি মানের ও ডিভিআর মেশিন, দশ মিটার বিএনসি ক্যাবল, এডাপটার নিয়ে প্যাকেজটি খুবই সাশ্রয়ী মূল্যে বাজারজাত করছে। আধুনিক ক্লাউড সিস্টেম সংযোজনের ফলে নিয়ন্ত্রণ ও সার্ভিলেন্সের মান বিশ্বমানে। বিশ্বের যে কোন প্রান্ত থেকে ল্যাপটপের সাহায্যে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর তাদের িি.িমড়ষফবহনফ.হবঃ ওয়েবসাইটে মিলবে সব পণ্য। রেজা নওফল হায়দার
×