ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০১, ১২ মার্চ ২০১৬

টুকরো খবর

স্বামী-স্ত্রী ও পুত্র আটক স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ৪ মাস পর হত্যা মামলার পলাতক আসামি স্বামী, স্ত্রী ও পুত্রকে দিনাজপুর ডিবি পুলিশ ঢাকা থেকে আটক করেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে ঢাকার উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে দিনাজপুর ডিবি পুলিশ আসামি আলী আকবর লাল মিয়া (৫০) এবং তার স্ত্রী পেয়ারা বেগম (৪০) ও পুত্র রবিউল আউয়াল রিয়াদকে (১৮) গ্রেফতার করে। গত বছরের ৩০ অক্টোবর জমি-জমাসংক্রান্ত বিরোধে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিন্নাগাড়ী গ্রামের আশরাফুল আলম মোস্তাফিজকে পিটিয়ে হত্যা করা হয়। যাবজ্জীবন সাজার আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ১১ বছর পর দিনাজপুরের পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গভীর রাতে শহরের সরকারী কলেজ মোড়ে কোতোয়ালি থানার টহল পুলিশ আসামি আব্দুস সালামকে গ্রেফতার করে। ২০০৫ সালে দিনাজপুরের জেলা ও দায়রা জজ ২য় আদালতে ফেনসিডিল মামলায় সালামকে যাবজ্জীবন কারাদ- প্রদান করা হয়। ভুয়া সাংবাদিক আটক সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১১ মার্চ ॥ দামুড়হুদা উপজেলার দর্শনা ফিলিং স্টেশনের কাছ থেকে সিরাজুল ইসলাম সিরাজ (৩২) নামে এক ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহ¯পতিবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ভুয়া সাংবাদিক সিরাজুল ইসলাম সিরাজ দামুড়হুদা উপজেলার দর্শনা আজিমপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে। লালমনিরহাটে মদ গাঁজা উদ্ধার নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১১ মার্চ ॥ জেলার গেন্দুগুড়ি সীমান্তে ও মোগলহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিজিবি ৫০ বোতল ভারতীয় মদ এবং ৮ কেজি গাঁজা বৃহস্পতিবার রাত ৮টার দিকে উদ্ধার করেছে। ওই সময় বিজিবির অভিযান টের পেয়ে পাচারকারীরা মাদক ফেলে পালিয়ে যায়। চিংড়ি রেণু আটক নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ মার্চ ॥ কলাপাড়ায় শুক্রবার সকাল ১০টার দিকে আন্ধারমানিক ও রামনাবাদ নদীর বিভিন্ন মোহনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ছয় হাজার বাগদা চিংড়ির রেণু আটক করেছে। আটককৃত রেণু পায়রা বন্দর সংলগ্ন নদীতে অবমুক্ত করা হয়। ১৫ ঘর ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১১ মার্চ ॥ শহরের বনরূপা ফরেস্ট কলোনিতে শুক্রবার ভোরে এক ভয়াবহ অগ্নিকা-ে ৫টি বসতঘর পুড়ে গেছে। মিলটন চাকমার ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্র পাত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়। আগুনে ৫টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও এলাকাবাসী মিলে ১ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন আয়ত্তে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা হবে বলে এলাকাবাসী জানান। স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, অগ্নিকা-ে ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের ঝাকুয়াটারী গ্রামে চারটি পরিবারের ১০ বসতঘর ও আসবাবপত্র ধানচাল পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় ওই সকল পরিবারের ৬টি ছাগল, ২০টি হাঁস মুরগি মারা যায়। এ ছাড়া ৫টি গরু ও ৪টি ছাগল আগুনে দগ্ধ হয়েছে। এলাকাবাসী জানায়, গ্রামের রমেশ চন্দ্র মাস্টারের মেয়ে বিয়ে বাড়ি মানুষজন ব্যস্ত ছিল। সন্ধ্যায় বিনয় চন্দ্রের বাড়ি থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। পুরস্কার বিতরণ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত ২০১৫ শিক্ষাবছরে বইপড়া কর্মসূচীতে ছাত্র-ছাত্রীদের উৎকর্ষের পরিচয় দেয়ার জন্য খুলনায় ৩ হাজার ৪২১ ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোন। এ উপলক্ষে শুক্রবার খুলনা মহানগরীর সরকারী করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে বর্ণাঢ্য পুরস্কার বিতরণী উৎসবের আয়োজন করা করা হয়। শুক্রবার সকালে প্রথম পর্বে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭৬৭ ছাত্রছাত্রী পুরস্কার নিয়েছে। দ্বিতীয় পর্বে পুরস্কার গ্রহণ করেছে ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬৫৪ ছাত্রছাত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিকল্পধারা চলচ্চিত্রের পথপ্রদর্শক মাহবুব জামিল ও বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুস সামাদ। সমাবেশ নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১১ মাচ ॥ ‘সুন্দরবন বিনাশী কয়লাভিত্তিক রামপাল বিদ্যুতকেন্দ্র বাতিলের দাবিতে’ সুন্দরবন অভিমুখের ‘জনযাত্রা’ ঝিনাইদহে জনসমাবেশ করেছে। শুক্রবার বিকেলে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির জনযাত্রার ১৬টি গাড়ি বহর মিছিল সহকারে ঝিনাইদহ শহরে প্রবেশ করে। সে সময় উজর আলী হাইস্কুলের সামনে ঝিনাইদহ নেতৃবৃন্দ জনযাত্রার বহরকে স্বাগত জানায়। পরে বিকাল ৩টায় শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত এক জনসমাবেশে নেতৃবৃন্দ বক্তৃতা করেন। তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা কমিটির জেলা আহ্বায়ক নেহাল উদ্দিন আহমেদ সোহেলের সভাপতিত্বে বক্তৃতা করেন, তেল গ্যাল খনিজ সম্পদ ও বিদ্যুত বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ ও সিপিবির রুহিন হোসেন প্রিন্স। এ সময় উপস্থিত ছিলেন, জ্বালানি বিশেষজ্ঞ বিডি রহমত উল্লাহ প্রমুখ। শিশু অপহরণ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১১ মার্চ ॥ জেলার রাজস্থলী উপজেলার গাইন্দা বাজার এলাকা থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায়ের লক্ষ্যে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র বিজয় মারমা নামে দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে অপহরণ করে। শিশুটি ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। সেই প্রতি দিনের ন্যায় বৃহস্পতিবারও স্কুলে যায়। অপহরণকারীরা পূর্ব পরিকল্পনা অনুসারে শিশুটিকে পাখির বাচ্চা দেবে বলে অপহরণ করে নিয়ে যায়। শিশুটির বাবা প্রুথোয়াই মারমা ও স্কুলের শিক্ষকরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে রাজস্থলী থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বৃহস্পতিবার সারা রাত বিভিন্ন স্থানে তল্লাশি চালানোর এক পর্যায়ে রাত আড়াইটা দিকে সন্দেহ জনক একটি ঘর তল্লাশি করে সানা উদ্দিন, রাসেল ও মনোয়ার হোসেন নামে তিন অপহরণকারীকে আটক করে।তাদের স্বীকার উক্তি অনুসারে অপহৃত শিশুটিকে হাকিমের মোড় নামক এলাকার একটি বাড়ি থেকে শুক্রবার ভোরে উদ্ধার করে। মরণ ফাঁদ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ সদর বরইতলী নাইট্যং পাহাড়ের চূড়ার নিচে ব্রিজের পাশে সড়কের একটি বড় অংশ ভেঙ্গে পড়েছে। যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। সড়ক ও জনপথ বিভাগ কয়েক বছর আগে দায়সারাভাবে ব্রিজটি মেরামত করলেও ফের ভেঙ্গে পড়েছে চিহ্নিত অংশটি। চেক বিতরণ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে এলজিইডির রুরাল এমপ্লয়মেন্ট এ্যান্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম প্রকল্পের আওতায় দুস্থ মহিলাদের স্বাবলম্বী করতে গচ্ছিত টাকার চেক প্রদান করা হয়েছে। শুক্রবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শরীফ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপি। সভায় বক্তব্য দেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান প্রমুখ। সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দীর্ঘ প্রতীক্ষিত দিনাজপুর-দশমাইল হাইওয়ে সড়কের বটতলী থেকে বনকালী ভায়া ঢেপা নদীর বাঁধ পর্যন্ত গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের শুক্রবার উদ্বোধন করা হয়েছে। ৫২ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের অধীনে কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, আওয়ামী লীগ নেতা ইমদাদ সরকার, বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, কাশেম আলী প্রমুখ। কিশোরের আত্মহত্যা স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে এক কিশোর আত্মহত্যা করেছে। সদর উপজেলার পারদিঘন গ্রামের নুরুজ্জামানের পুত্র আশিকুর রহমান (১১) অনেক দিন ধরে মাথার ব্যাথায় ভুগছিল। বৃহস্পতিবার রাতে প্রচ- মাথাব্যথা শুরু হলে পরিবারের লোকজনের অজান্তে সে ঘরে রাখা ইঁদুর মারার ট্যাবলেট খায়। অসুস্থ অবস্থায় তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বিনা বেতনে পড়ার দাবি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভূমিহীন শিশু সন্তানদের বিনা বেতনে পড়ালেখার সুযোগের দাবিতে শুক্রবার সকালে নগরীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে সমাবেশে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মণিষা চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রসুলচরের বাসিন্দা জোহরা বেগম, ছাত্র ফ্রন্টের নেতা মিঠুন চক্রবর্তী, জনি, তানজিল, পলি, শান্ত মিত্র, ফ্রন্টের বিএম কলেজ শাখার সদস্য মোজাম্মেল হক সাগর, নিলিমা জাহান প্রমুখ।
×