ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কনের বাবা, বর ও পুরোহিতের দণ্ড

নড়াইলে বাল্য বিয়ের চেষ্টা

প্রকাশিত: ০৫:৫৮, ১২ মার্চ ২০১৬

নড়াইলে বাল্য বিয়ের চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১১ মার্চ ॥ নড়াইলে বাল্য বিয়ের চেষ্টাকালে কনের পিতা, বর ও পুরোহিতকে সাতদিন করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা এ দ-াদেশ প্রদান করেন। জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-দৌলতপুর গ্রামের রবীন্দ্রনাথ সেনের কন্যা ইতনা স্কুল এ্যান্ড কলেজের প্রথমবর্ষের ছাত্রী সুষ্মিতা সেনের সঙ্গে সদর উপজেলার আগদিয়া গ্রামের গৌর চন্দ্র রায়ের ছেলে শিব কুমার রায়ের বিয়ের সঙ্গে বৃহস্পতিবার রাতে বিয়ের আয়োজন করা হয়। ভ্রাম্যমাণ আদালত গিয়ে কনের বাবা রবীন্দ্রনাথ সেন, বর শিব কুমার রায় ও পুরোহিত গণেশ চক্রবর্তীকে সাতদিন করে কারাদ-াদেশ দেন। পাশাপাশি ১৮ বছরের আগে কন্যার বিয়ে দেবেন না এই মর্মে বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।
×