ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গলাচিপায় ২ বছরের শিশু অপহরণে পরিবারকে সন্দেহ

প্রকাশিত: ০৫:৫৭, ১২ মার্চ ২০১৬

গলাচিপায় ২ বছরের শিশু অপহরণে পরিবারকে সন্দেহ

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলা শহরের ধনাঢ্য ব্যবসায়ী কাঞ্চন সরদারের অপহৃত দুই বছরের শিশুপুত্র হাবিবুর রহমানকে পুলিশ মামলা দায়েরের ৩৬ ঘণ্টা পরও উদ্ধার করতে পারেনি। তবে পুলিশ পরিবারের সদস্যদের সন্দেহের তালিকায় রেখে মামলার তদন্ত করছে। পুলিশের ধারণা সম্পত্তি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করেই এ ঘটনাটি ঘটেছে। থানায় দায়ের করা মামলায়ও সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কাঞ্চন সরদার বাদী হয়ে গলাচিপা থানায় তার ২ বছরের শিশু অপহরণের ঘটনায় থানায় মামলা দায়ের করেন। মামলায় কাঞ্চন সরদারের প্রথম পক্ষের দুই ছেলে বেল্লাল সরদার ও সোনা মিয়াকে সন্দিগ্ধ আসামি হিসেবে উল্লেখ করেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি অভিযোগ করেন, এদিন রাত আড়াইটার দিকে চান্দেরহাওলা গ্রামের বাড়ি থেকে তার ২ বছরের শিশুপুত্র হাবিবুরকে কে বা কারা অপহরণ করে নিয়ে গেছে। অপহরণকারী জানালার গ্রিল ভেঙ্গে ঘরের মধ্যে ঢোকে এবং শিশুটিকে অপহরণ করে দরজা দিয়ে পালিয়ে যায়। এ সময় শিশুটির চিৎকারে তার দ্বিতীয় স্ত্রী জয়নব বিবির ঘুম ভেঙ্গে যায়। মামলায় আরও অভিযোগ করা হয়, প্রথম পক্ষের দুই ছেলের সাথে সম্পত্তি নিয়ে তার বিরোধ রয়েছে। এর জের ধরে অপহরণ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ জানায় এ পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। তবে শিশুটিকে জীবিত এবং সুস্থ অবস্থায় উদ্ধারে সর্বাত্মক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এদিকে তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, পুলিশ এরই মধ্যে কাঞ্চন সরদারের পরিবারের কয়েকজন সদস্যের মোবাইল ফোনের কললিস্ট পরীক্ষা-নিরীক্ষা করেছে। কোন কোন সদস্যের ফোনে অস্বাভাবিক রকমের বিভিন্ন নম্বরে কথা বার্তার প্রমাণ মিলেছে।
×