ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দাসিয়ারছড়ায় সন্ত্রাসী হামলা ॥ আহত ১১

প্রকাশিত: ০৫:৫৫, ১২ মার্চ ২০১৬

দাসিয়ারছড়ায় সন্ত্রাসী হামলা ॥ আহত ১১

স্টাফ রিপের্টার, কুড়িগ্রাম ॥ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল সন্ত্রাসী ফুলবাড়ীর বিলুপ্ত দাসিয়ারছড়া ছিটমহলে বৃহস্পতিবার সন্ত্রাসীরা হামলা ও বাড়িঘর লুটপাট করেছে। এতে আহত হয়েছেন ১১ জন। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিলুপ্ত ভারতীয় ছিটমহলগুলো বাংলাদেশের মূল ভূখ-ের মধ্যে অন্তর্ভুক্তি হওয়ার পর থেকে একদল সন্ত্রাসী ছিটমহলের শান্ত পরিবেশকে অশান্ত করেই চলেছে। একটির পর একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করে নিজের ফায়দা হাসিলে ব্যস্ত। আবার অনেকেই প্রশাসনের প্রচলিত আইনের শীতলতাকে দায়ী বলেছেন। জানা গেছে, দাসিয়ারছড়ার দেবীরপাঠ কামালপুর গ্রামের কলিমুদ্দিন, কালুগাজি, মোহর, প্রতাপ চন্দ্র, জুলহাস জানান, বৃহস্পতিবার রাতে একই এলাকার হুমায়ুন, এনামুল ও জোবায়দুল হক স্থানীয় জয়নাল আবেদীনের চায়ের দোকানে চা খাওয়ার একপর্যায়ে কালিরহাট এলাকার ময়েন, আবুবকর আপেল, আক্কাস, মোজাম্মেলসহ ৩৫-৪০ সন্ত্রাসী চায়ের দোকানে হামলা এবং পরে হুমায়ুন, এনামুল ও জোবায়দুলকে বেধড়ক মারপিট করে। এ সময় কুদ্দুস (৬০), হাসেন (৩৫), কালুগাজি (৪০), কলিমুদ্দিন (৫০), কানু মিয়া (৩৫) আহতদের উদ্ধার করতে এলে তাদেরও বেধড়ক মারপিট করে আহত করে। আক্কাস ও আপেল মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ওই সন্ত্রাসী গ্রুপকে ধাওয়া দিলে সন্ত্রাসী মোঃ আফজাল হোসেন গং, নুরুর মুদি দোকান ঘর, আনোয়ারের মুদি দোকান ও করিমের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। নিজাম উদ্দিনের সুপারি বাগানের প্রায় ৫০টি চারাগাছ কেটে ফেলা হয়। আফজালের ইরি-বোরো আবাদের মেশিন ঘর, বাড়ির ঘরগুলো ভাংচুর করা হয়।
×