ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্বাধীনতা দিবস হকি সেমিতে তিন বাহিনী

প্রকাশিত: ০৫:৫২, ১২ মার্চ ২০১৬

স্বাধীনতা দিবস হকি সেমিতে তিন  বাহিনী

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ চারের দিনটিই তিন বাহিনীর! অঞ্জন’স স্বাধীনতা দিবস হকির সেমিফাইনালে নাম লিখেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী ও বিকেএসপি। আগামী রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে প্রথম সেমিফাইনালে সেনাবাহিনী খেলবে বিমান বাহিনীর বিপক্ষে আর পৌনে ৪টায় নৌ বাহিনী খেলবে বিকেএসপির বিপক্ষে। শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ খেলায় সেনাবাহিনী ৭-৬ গোলে বিকেএসপিকে হারায়। জাতীয় দলের ড্র্যাগ এ্যান্ড ফ্লিক স্পেশালিস্ট আশরাফুল ইসলাম বিকেএসপির ছয়টি গোলের পাঁচটিই করেন স্কুপ থেকে! সোহাগ পিসিতে অন্য গোলটি করেন। অন্যদিকে সেনাবাহিনীর ছয়টি ছিল ফিল্ড গোল। সেনাবাহিনীর মিলন হোসেন ২টি, সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, রিপন কুমার মহন্ত, সাব্বির রানা একটি করে গোল করেন। দ্বিতীয় খেলায় বাংলাদেশ নৌ বাহিনী ৫-২ গোলে বাংলাদেশ বিমান বাহিনীকে হারায়। নৌ বাহিনীর জাতীয় ফরোয়ার্ড কৃষ্ণ কুমার ৩টি ফিল্ড গোল, কৌশিক ও রোম্মান সরকার ১টি করে ফিল্ড গোল করেন। বিমান বাহিনীর হাসান যুবায়ের নিলয় ও মাহবুব হোসেন ১টি করে গোল করেন। সেমিফাইনালের বিজয়ী দুটি দল ফাইনাল খেলবে ১৪ মার্চ।
×