ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ভারতীয় হাইকমিশনকে ৯ রানে হারিয়েছে বিএসপিএ

প্রকাশিত: ০৫:৫২, ১২ মার্চ ২০১৬

ভারতীয় হাইকমিশনকে ৯ রানে হারিয়েছে বিএসপিএ

স্পোর্টস রিপোর্টার ॥ সাদমান সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে ভারতীয় হাইকমিশনকে ফ্রেন্ডলি টি২০ ম্যাচে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হয়। টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২০ রান করে বিএসপিএ। সাদমান সাকিব ২০ বলে ৬ চারে ৩৩ রান করে বিদায় নেন। তবে বিএসপিএকে লড়াকু পুঁজি এনে দেন সাফিউর রহমান। চার নম্বরে নেমে ২৩ বলে ২৮ রানের ইনিংস খেলেন তিনি। ভারতীয় হাইকমিশনের হয়ে আশরাফ ও চিন্টু ৩টি করে উইকেট নেন। জবাব দিতে নামা ভারতীয় হাইকমিশন ৪০ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল। এরপর আশরাফ-কল্যাণ ৫৫ রানের জুটি গড়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিলেন। আশরাফ ২১ রানে সাজঘরে ফেরেন। শেষদিকে বল হাতে সাফিউর তুলে নেন ২ উইকেট। ফলে ৯ উইকেটে ১১১ রানে শেষ হয় ভারতীয় হাইকমিশনের ইনিংস। ব্যাট হাতে ৩৩ রান এবং মাত্র ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন সাদমান। ম্যাচ শেষে ভারতীয় হাইকমিশনের রেলওয়ে উপদেষ্টা দেবেনজিৎ রায় এবং প্রেস অ্যাটাচি ও দলীয় অধিনায়ক নারেন্দার কুমারের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিএসপিএ সভাপতি মোস্তফা মামুন। জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিএসপিএ সাবেক সভাপতি রকিবুল হাসান ম্যাচ সেরার পুরস্কার ও প্রাইজমানি তুলে দেন। আরও উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক রেজওয়ান উজ-জামান রাজিব, সাবেক দুই সভাপতি আব্দুল তৌহিদ (আজীবন সদস্য) ও মোহাম্মদ হাসানউল্লাহ খান রানা।
×