ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লীগের আগে পরীক্ষা বার্সিলোনার

প্রকাশিত: ০৫:৫১, ১২ মার্চ ২০১৬

চ্যাম্পিয়ন্স লীগের আগে পরীক্ষা বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ দিনকয়েক পরই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে ইংলিশ পরাশক্তি আর্সেনালের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনা। গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে নিজেদের ঝালিয়ে নেয়ার মিশনে নামছে লুইস এনরিকের দল। স্প্যানিশ লা লিগার ম্যাচে আজ রাতে ঘরের মাঠ ন্যুক্যাম্পে গেটাফেকে আতিথ্য দেবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। আজ মাঠে নামছে সাবেক চ্যাম্পিয়ন ও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদও। নিজেদের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে অ্যাটলেটিকোর প্রতিপক্ষ ডিপোর্টিভো লা করুনা। অন্যান্য ম্যাচে লড়বে সেল্টা ডি ভিগো-রিয়াল সোসিয়েডাড ও রায়ো ভায়োকানো-এইবার। রবিবার মাঠে নামবে আরেক বড় দল রিয়াল মাদ্রিদ। এ্যাওয়ে ম্যাচে গ্যালাক্টিকোরা খেলবে স্বাগতিক লাস পালমাসের বিরুদ্ধে। এবারের মৌসুমে লা লিগায় শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে বার্সিলোনা। দুই প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো ও রিয়ালের চেয়ে তারা এগিয়ে যথাক্রমে ৮ ও ১২ পয়েন্টে। ২৮টি করে ম্যাচ শেষে বার্সিলোনার ভা-ারে জমা সর্বোচ্চ ৭২ পয়েন্ট। ৬৪ পয়েন্ট অ্যাটলেটিকোর, অবস্থান দুই। ৬০ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। সাবেক কোচ পেপ গার্ডিওলার হাত ধরে বার্সিলোনার অপরাজেয় যাত্রা শুরু।
×