ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ম্যানইউকে হারাল লিভারপুল

প্রকাশিত: ০৫:৫১, ১২ মার্চ ২০১৬

ম্যানইউকে হারাল লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক রাঘব বোয়ালকেই কাবু করেছে লিভারপুল। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলতে নামলেই কেমন যেন নেতিয়ে পড়তে দেখা গেছে দ্য রেডসদের! অবশেষে খোলস থেকে বেরিয়ে এসেছে তারা। লম্বা সময় পর রেড ডেভিলসদের হারানোর সুখকর তৃপ্তি পেয়েছে এ্যানফিল্ডের দলটি। বৃহস্পতিবার রাতে উয়েফা ইউরোপা লীগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠ এ্যানফিল্ডে লিভারপুল ২-০ গোলে পরাজিত করে অতিথি ম্যানইউকে। এই জয়ে কোয়ার্টার ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে জার্গেন ক্লপের দল। যদিও ১৭ মার্চ ওল্ডট্র্যাফোর্ডে স্বাগতিকদের কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তাদের। শেষ আটের হাতছানি জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ও ইউক্রেনের শাখতার ডোনেস্কের। প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে শাখতার ৩-১ গোলে বেলজিয়ামের আন্ডারলেচটকে ও ডর্টমুন্ড ৩-০ গোলে পরাজিত করে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে। ফিরতি লেগে বড় ধরনের অঘটন না ঘটলে ডর্টমুন্ড ও শাখতারের শেষ আটে খেলা এক প্রকার নিশ্চিতই বলা যায়। নিজেদের মাঠে ম্যানইউকে আতিথ্য দেয় লিভারপুল। ম্যাচটিতে অতিথিদের ভিন্ন রকম আপ্যায়ন করেন ড্যানিয়েল স্টারিজ ও রবার্টো ফিরমিনো। দুই অর্ধে এ দু’জনের দুই (২-০) গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে কোচ লুইস ভ্যান গলের শিষ্যরা। উপভোগ্য ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। ম্যানইউর মেমফিস ডিপে ফাউল করায় পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি ড্যানিয়েল স্টারিজ। বিরতির পর ৭৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন লিভারপুলের ফিরমিনো। এ্যাডাম লালানার বাড়িয়ে দেয়া বল সহজেই জালে জড়ান দারুণ ফর্মে থাকা ব্রাজিলের এই এ্যাটাকিং মিডফিল্ডার। এ নিয়ে প্রথমবারের মতো লিভারপুলের হয়ে টানা তিন ম্যাচে গোল করার কৃতিত্ব দেখালেন ফিরমিনো। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি ম্যানইউ। ফলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। এই জয়ের মাধ্যমে ম্যানইউর বিরুদ্ধে টানা হারের ইতি টানল দ্য রেডসরা। আর ব্যর্থতার একটা বলয়েই থাকল ম্যানইউ। ইউরোপীয় প্রতিযোগিতার নকআউট পর্বে সর্বশেষ ছয়টি এ্যাওয়ে ম্যাচে জিততে পারেনি ইংলিশ পরাশক্তিরা। এর মধ্যে হার পাঁচটিতেই। প্রথম লেগের জয়ে ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেছে লিভারপুল। ম্যাচ শেষে দলটির কোচ জার্গেন ক্লপ বলেন, আবহ ছিল দারুণ। আমি সবার জন্য ভীষণ খুশি, যারা এই মৌসুমে আমাদের সঙ্গে কঠিন সময় কাটিয়েছে। এই জয় তাদের ফিরিয়ে দেয়ার প্রথম ধাপ। তিনি আরও বলেন, মানুষ হিসেবে অবশ্যই আমরা এই জয়কে উদযাপন করব। তবে এই ফলাফলকে তাদের জন্য সীমা নির্ধারণ করতে পারি না। আমরা জানি না যে তারা কতটা শক্তিশালী হতে পারে। অন্যদিকে লিভারপুল ‘সহজ গোল পেয়েছে’ দাবি করে দ্বিতীয় লেগের পরিকল্পনার কথা জানিয়েছেন ম্যানইউ কোচ লুইস ভ্যান গাল। তিনি বলেন, ২-০ আমাদের জন্য খুবই কঠিন স্কোর। ফিরতি লেগে আমাদেরও একই আবহ সৃষ্টি করতে হবে, যেটা লিভারপুল করেছে। আরেক ম্যাচে নিজেদের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে ইংলিশ ক্লাব টটেনহ্যামকে আতিথ্য জানায় জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড। পুরা ম্যাচে অতিথিদের পাত্তাই দেয়নি স্বাগতিকরা। মার্কো রিউসের জোড়া গোল আর এমিরিক আমবামেয়াংয়ের উদ্বোধনী গোলে ৩-০ ব্যবধানে হেরেছে টমাস টাচেলের শিষ্যরা। যেন অতিরিক্তি বিশ্বাস নিয়ে দল সাজান স্পার্স কোচ মাওরিসিও পোচেটিনো। দলে সাতটি পরিবর্তন আনেন তিনি। তাতেই চড়া মূল্য দিতে হয়েছে তাকে। চলমান মৌসুমে দারুণ ফর্মে থাকা আমবামেয়াং প্রথমার্ধে গোলের সূচনা করেন। ম্যাচের ৩০ মিনিটে মার্সেল স্মেলজার স্পারের পেনাল্টি সীমানায় বল তুলে মারেন। সবার ওপরে মাথা উঁচিয়ে সেটাকে জালে জড়িয়ে দেন আমবামেয়াং। সেই সঙ্গে চলতি মৌসুমে নিজের ৩৮ ম্যাচে ৩৩ গোল পূর্ণ করেন এই তারকা।
×