ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রোনাল্ডোর অতিকথনে বিব্রত রিয়াল মাদ্রিদ!

প্রকাশিত: ০৫:৫০, ১২ মার্চ ২০১৬

রোনাল্ডোর অতিকথনে বিব্রত রিয়াল মাদ্রিদ!

স্পোর্টস রিপোর্টার ॥ রিয়াল মাদ্রিদ ছাড়বেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমন খবর এখন হরহামেশাই শোনা যায়। কিছুদিন আগেও চাউর হয়েছে, পিএসজিতে যাবেন সি আর সেভেন। আরও একবার বিষয়টি আলোচনায় আসে সাম্প্রতিক সময়ে। ফ্রান্সের সাবেক ফুটবলার ডেভিড গিনোলা বলেছিলেন, রোনাল্ডো শীঘ্রই প্যারিসে আসবেন। আর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার সম্ভাবনার কথা তো স্বয়ং রোনাল্ডোই বলেছেন আগে। তা ওল্ডট্র্যাফোর্ড, প্যারিস কিংবা যেখানেই হোক না কেন পর্তুগীজ তারকার যে সান্টিয়াগো বার্নাব্যু ভাল লাগছে না সে প্রমাণ তিনি হরহামেশাই রেখে চলেছেন। কিছুদিন আগে সতীর্থদের নিয়ে বিরূপ মন্তব্য করেন। এবার তিনি রিয়াল মাদ্রিদকে নিয়েও নেতিবাচক মন্তব্য করেছেন। সাবেক ফিফা সেরা তারকার অতিকথনে নাকি বিব্রতকর অবস্থার মধ্যে আছে গ্যালাক্টিকোরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, রোনাল্ডো নাকি বলেছেন, রিয়াল মাদ্রিদের লক্ষ্যেই ঘাটতি আছে। অর্থাৎ রিয়ালের ধারাবাহিক পারফর্মেন্সের অভাবকে দায়ী করছেন সাবেক তিনবারের ব্যালন ডি’অর জয়ী। ইতালিয়ান ক্লাব এ এস রোমাকে হারিয়ে ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। তবে ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে চূড়ান্ত সাফল্যের জন্য দলের ধারাবাহিকতার ঘাটতিতে বেশ উদ্বিগ্ন রোনাল্ডো। চ্যাম্পিয়ন্স লীগে শিরোপা জয়ের আশা থাকলেও স্প্যানিশ লা লিগার দৌড়ে ছিটকেই গেছে বলতে হবে রিয়াল! ২৮ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সিলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে জিনেদিন জিদানের দল। এ কারণে দলের উন্নতির দিকে জোর দিচ্ছেন সি আর সেভেন। সাক্ষাতকারে এ প্রসঙ্গে রোনাল্ডা বলেন, আমাদের এখনও কিছু বিষয়ে ঘাটতি থেকেই যাচ্ছে। ধারাবাহিক পারফর্মেন্সের অভাব আছে। ভাগ্যের সহায়তা পাচ্ছি না, দলের লক্ষ্যেও ঘাটতি আছে। কিন্তু আমরা যদি বর্তমান পারফর্মেন্সটা বজায় রাখতে পারি তবে সঠিক পথেই থাকব। এর আগে সতীর্থদের সমলোচনা করার পর প্রত্যেকের কাছে ক্ষুদে বার্তা দিয়ে দুঃখ প্রকাশ করেন রোনাল্ডো। লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর সাবেক ম্যানইউ তারকা বলেছিলেন, তার সমপর্যায়ের খেলোয়াড় থাকলে লা লিগায় রিয়াল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতো। তিনি আরও বলেন, তিনি যে মানের খেলা খেলছেন, তার সতীর্থরা তেমন পারফর্মেন্স করছে না। আমি কাউকে খাটো করে দেখছি না। তবে যখন ফুটবলাররা সেরাটা না খেলে তখন জয়টা কঠিন হয়ে যায়। এবার দলের লক্ষ্য সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন সি আর সেভেন। এদিকে সঠিক প্রস্তুতি নিয়ে রোনাল্ডোকে রোখা সম্ভব হলেও মেসিকে দমিয়ে রাখা সম্ভব না বলে মন্তব্য করেছেন জুভেন্টাসের ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনি। গত মৌসুমে ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয় করে বার্সিলোনা। ৩-১ গোলে জেতা ওই ম্যাচে মেসি গোল না পেলেও ভাল ফুটবল উপহার দেন। সাক্ষাতকারে চিয়েল্লিনি বলেন, আপনার প্রতিপক্ষ সম্পর্কে ধারণা থাকাটা ফুটবলে দলীয় আর ব্যক্তিগত পর্যায়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন রোনাল্ডোকে পাহারা দেবেন, তখন সব সময়ই নিশ্চিত করতে চেষ্টা করবেন, যেন সে ডান পায়ে বল না পায়। আর মেসিকে থামানোর কোন উপায়ই জানা নেই ইতালির এই ডিফেন্ডারের। এ প্রসঙ্গে তার ভাষ্য, আপনি যখন মেসিকে পাহারা দিবেন, তখন প্রার্থনা শুরু করলেই ভাল হয়। তাকে আটকানো রীতিমতো অসম্ভব।
×