ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তাল সামাজিক মাধ্যম

ক্ষুব্ধ টাইগার ভক্তরা তাসকিন- সানির এ্যাকশন নিয়ে প্রশ্ন

প্রকাশিত: ০৫:৫০, ১২ মার্চ ২০১৬

ক্ষুব্ধ টাইগার ভক্তরা তাসকিন- সানির এ্যাকশন নিয়ে প্রশ্ন

শাকিল আহমেদ মিরাজ ॥ খবরটা শুনেই হাতুরাসিংহে বিস্ময় প্রকাশ করেছিলেন। ক্রমশ সেটি যেন ক্ষোভে রূপ নিয়েছে। এবার অনেকটা বিদ্রোহের সুরে বাংলাদেশ কোচ জানিয়ে দিলেন, ‘তাসকিন আহমেদ ও আরাফাত সানির বোলিং ঠিকই আছে, ওরা এ্যাকশনে পরিবর্তন আনবে না।’ ক্ষোভ ছড়িয়ে পড়েছে ৫৬ হাজার বর্গমাইল জুড়ে। ফেসবুক, টুইটার, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি উঠেছে ‘টক অব দ্য কান্ট্রি।’ ভারতে চলমান টি২০ বিশ্বকাপের প্রাথমিক পর্বে হল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে শুরু করে মাশরাফি বাহিনী। ওই ম্যাচের আম্পায়ার সুন্দরম রবি ও রড টাকার তাসকিন-সানির এ্যাকশনের বৈধতা নিয়ে সন্দেহ পোষণ করে অফিসিয়ালদের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে চিঠি দেন। এই দুই আম্পায়ার ভারতীয় ও অস্ট্রেলীয় হওয়ায় ভক্তদের মনে ফের আইসিসির কর্মকা- নিয়ে প্রশ্ন উঠেছে। সব মিলিয়ে ক্ষুব্ধ-উত্তাল বাংলাদেশ। পাকিস্তান-শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ওঠে বাংলাদেশ। সেখানে অসাধারণ বোলিং করেন তাসকিন। বিশ্বকাপের প্রথম ম্যাচেও ‘ঢাকা এক্সপ্রেসের’ সেই ধারা অব্যাহত ছিল। হল্যান্ডের বিপক্ষে উইকেট না পেলেও কৃপণ বোলিং করে (৪-০-২১-০) দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। হঠাৎ করেই তার এ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় অনেকেই অবাক হয়েছেন। কঠোর ভাষায় আইসিসিকে ভর্ৎসনা করে হাতুরু সিংহে যেমন বলেন, ‘আমার বোলারদের নিয়ে যদি তাদের উদ্বেগ থাকে, তাহলে তাদের (আইসিসি) কর্মকা- নিয়েও আমার উদ্বেগ আছে। কারণ আমি বোলারদের কোন ভুল দেখছি না। গত এক দেড় বছর ওরা এভাবেই বল করছে। অবাক ব্যাপার, এই রড টাকার এ সময়ে বাংলাদেশের খেলা পরিচালনাও করেছেন! তাহলে হল্যান্ডের বিপক্ষে ম্যাচে হুট করে কেন এমন প্রশ্ন?’ তাসকিনের এ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে ভারতের জাসপ্রিত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েও কেন কথা উঠবে নাÑ তা নিয়ে টাইগার ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন। দু’জনের বোলিং এ্যাকশনের ছবি পাশাপাশি রাখলে দেখা যায়, বল ডেলিভারির সময় বুমরার হাতের কনুই তাসকিনের চেয়ে অনেক বেশি বেঁকে যায়। আইসিসির নিয়ম অনুযায়ী কনুই ১৫ ডিগ্রীর বেশি বাঁকানো যায় না। ফেসবুকে তাসকিন-বুমরার এ্যাকশনের ছবি পাশাপাশি দিয়ে একজন মন্তব্য করেছেন, ‘আইসিসি তাহলে ভারত ছাড়া অন্য যে কোন দেশের যে কোন বোলারের এ্যাকশন নিয়েই সন্দেহ পোষণ করতে পারে!’ গত ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে একাধিক সিদ্ধান্ত বাংলাদেশের প্রতিকূলে যাওয়ায় তখন আম্পায়ারিং নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। এবার তাসকিন-সানির এ্যাকশন প্রশ্নে ক্ষুব্ধ ভক্তদের ‘শেম আইসিসি’ নামের একটি হ্যাশটাগ সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। হল্যান্ড ম্যাচে আম্পায়ার সুন্দরম, টাকার ছাড়া ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন এ্যান্ডি পাইক্রফট। গত জুনে বাংলাদেশ যখন ভারতকে ২-১এ ওয়ানডে সিরিজে হারিয়েছিল তখন আম্পায়ার ছিলেন টাকার, ম্যাচ রেফারি পাইক্রফট। সেই সময় আপত্তি জানাননি তারা। তাহলে এক বছরের কম সময়ে তাসকিনের এ্যাকশনে এমন কি পরিবর্তন এল, যে সেটি নিয়ে প্রশ্ন তোলা হলোÑ ক্রিকেট পাগল টাইগার ভক্তরা তা ভেবে পাচ্ছেন না। ভক্তদের শান্ত থাকার আহ্বান জানানো তাসকিন অবশ্য ইতিবাচক, ‘আল্লাহ যা করেন, ভালর জন্যই করেন। ক্যারিয়ারের শুরুতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হলাম। সাবধনতা অবলম্বনের সুযোগ পাব। যদি মাঝামাঝি হতো, তবে সেটি হয়তো আমার ক্যারিয়ারের জন্যেই হুমকি হতে পারত। কোচ, ম্যানেজমেন্ট ভক্তরা পাশে আছেন। আমি আশাবাদী। সব ঠিকঠাক এগোবে।’
×