ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারত যাচ্ছে পাকিস্তান

প্রকাশিত: ০৫:৪৯, ১২ মার্চ ২০১৬

ভারত যাচ্ছে পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার ॥ হিমাচল প্রদেশ সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। শেষ পর্যন্ত ধর্মশালায় আগামী ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচের নির্ধারিত ভেন্যুই পরিবর্তন করতে হয়। একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট দল গত বুধবার ভারতে আসার কথা থাকলেও তা স্থগিত করে সে দেশের সরকার। কলকাতার ইডেন গার্ডেনকে পরিবর্তিত ভেন্যু হিসেবে নির্ধারণ করা হলে পাকিস্তান দল আসার প্রস্তুতি নিয়ে ফেলেছিল। কিন্তু সেটাও নতুন এক হুমকির কারণে স্থগিত হয়। এরপর পাক সরকার থেকে পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দাবি করে। সেই নিশ্চয়তা পেয়ে গেছে পাকিস্তান সরকার। পশ্চিমবঙ্গ সরকার এবং কলকাতা পুলিশ কমিশনার রাজিব কুমারের কাছ থেকে ম্যাচের সময় সার্বিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে দুটি চিঠি দেয়া হয়েছে। পাক স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার খান চিঠি দুটি পর্যালোচনা করে দলকে ভারত যাত্রার অনুমতি দিয়েছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠির সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। টি২০ বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল খেলবে কিনা সেটা নিয়ে ধোঁয়াশা লেগেই ছিল বৃহস্পতিবার পর্যন্ত। কারণ কলকাতায় অনুষ্ঠিতব্য ১৯ মার্চের ম্যাচটি হওয়া নিয়ে এন্টি টেরোরিস্ট ফ্রন্ট অব ইন্ডিয়া (এটিএফআই) হুমকি দেয় তা বানচালের। এরপর পাক সরকার পূর্ণ নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের জন্য আহ্বান জানায়। সেটা শুক্রবার নিশ্চিত করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। নিরাপত্তার কোন কমতি হবে না, কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া এমন ‘লিখিত’ নিশ্চয়তা পেয়েই পাকিস্তান এখন ভারতে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন শহীদ আফ্রিদিরা। ওই চিঠিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ভারতে যেই আসবে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। এ বিষয়ে কোন সন্দেহ নেই।’ পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এই তথ্য নিশ্চিত করেছে। শুরুতে খেলা হওয়ার কথা ছিল ধর্মশালায়। কিন্তু সেখানে একাধিক ধর্মীয় সংঠনগুলোর নিরাপত্তা হুমকির কারণে বিশ্বকাপে আসতেই চায়নি পাকিস্তান। ভেন্যু পরিবর্তনের দাবি জানানো হয় পিসিবির পক্ষ থেকে। শেষ পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হস্তক্ষেপে ভেন্যু সরিয়ে আনা হয় কলকাতার ইডেন গার্ডেনে। সবকিছু ঠিকই ছিল। কিন্তু আবারও বিপত্তি বাধায় নিরাপত্তা ঝুঁকি। এখানেও হুমকি দেয়া হয় পাকিস্তানকে। এরপরই পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার খান চেয়ে বসেন ‘লিখিত গ্যারান্টি’। ভারতের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেয়া হলেও, লিখিত দিতে চায়নি নয়াদিল্লী। ফলে আবার পিছিয়ে যায় যাত্রা। এবার সব ধোঁয়াশা কেটে গেল। পাক সরকারের তরফ থেকে সব নিশ্চয়তা পাওয়ার পর হয়তো আজই ভারতে রওনা হয়ে যাবে পাক পুরুষ ও মহিলা ক্রিকেট দল।
×