ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সঙ্কটে জর্জরিত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশিত: ০৫:৪৮, ১২ মার্চ ২০১৬

সঙ্কটে জর্জরিত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রয়োজনীয় জনবল, যন্ত্রপাতিসহ বিভিন্ন সঙ্কটে জর্জরিত পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এছাড়া হাসপাতালে ভর্তি হতে আসা রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে। অবশ্য, সংকট সমাধানে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন সিভিল সার্জন। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয় ২০১২ সালে। ২৩টি চিকিৎসকের পদ থাকলেও, উপজেলার দুই লক্ষাধিক মানুষের ভরসাস্থল এ হাসপাতালটিতে নিয়োগ পেয়েছেন মাত্র ১০ জন চিকিৎসক। তাদের মধ্যে কয়েকজন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও নেই পর্যাপ্ত অভিজ্ঞ টেকনিশিয়ান। দীর্ঘদিন ধরে জেনারেটরটি বন্ধ থাকায় লোডশেডিং হলেই থমকে যাচ্ছে হাসপাতালের গুরুত্বপূর্ণ সব কার্যক্রম। এতে কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এদিকে, নোংরা পরিবেশ ও ওষুধের অপ্রতুলতার পাশাপাশি রোগী ভর্তিতে সরকার নির্ধারিত ফি’র চেয়ে বেশি অর্থ আদায়ের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। অবশ্য, এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিলেন জেলা স্বাস্থ্য বিভাগের এ শীর্ষ কর্মকর্তা। পটুয়াখালীর সিভিল সার্জন ডা. সেলিম মিয়া বলেন, ‘গলাচিপা উপজেলা হাসপাতালে চিকিৎসক স্বল্পতা রয়েছে। তবে সরকারী হাসপাতালে রোগীদের কাছ থেকে ভিজিট নেয়ার ব্যাপারে আমি কোন লিখিত অভিযোগ পাইনী। যদি অভিযোগ পাই তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’ Ñজনকণ্ঠ রিপোর্ট
×