ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীর গলিপথেও চলাচলে ভোগান্তি

প্রকাশিত: ০৫:৪৭, ১২ মার্চ ২০১৬

রাজশাহীর গলিপথেও চলাচলে ভোগান্তি

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ রাজশাহী নগরীর ব্যস্ততম সড়কের পাশাপাশি এখন পার্শ্ব রাস্তা হিসেবে ব্যবহৃত গলিপথ ও অপেক্ষাকৃত সরু সড়কগুলোর বেহাল অবস্থা। একদিকে খানা-খন্দে ভরা অন্যদিকে সড়কের পাশে দিনের বেলায় ট্রাক-কাভার্ড ভ্যানের মালামাল লোড-আনলোড করায় মানুষের ভোগান্তির শেষ নেই। ব্যস্ততম সড়কের জট এড়িয়ে পার্শ্ব সড়ক ব্যবহার করলেই পড়তে হচ্ছে নতুন যন্ত্রণায়। নগরের পার্শ্ব সড়কগুলো খানা-খন্দে ভরা দীর্ঘদিনের। তবু সেই সরু পার্শ্ব রাস্তা দিয়ে চলে সব ধরনের যানবাহন। সেই চলাচলে আবার প্রতিবন্ধকতা বিভিন্ন কুরিয়ার সার্ভিসের গাড়ি ও মালবোঝাই ট্রাক। নগরীর ব্যস্ততম সাহেব বাজার বড় মসজিদ সংলগ্ন সড়কটির এমন হাল চলছে দীর্ঘদিন ধরে। ফলে মানুষকে ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে। এসব পার্শ্ব সড়কে ভ্রুক্ষেপ নেই ট্রাফিক বিভাগের। দিনের বেলায় বিভিন্ন কুরিয়ার ও পার্সেল সার্ভিসের কাভার্ডভ্যান ও মালবাহী ট্রাক রাস্তায় রেখে মালামাল ওঠানামা করার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারী ও ছোট ছোট যানবাহন চলাচলকারীদের। সড়কের সিংহভাগ জায়গা দখল করে রেখে বিভিন্ন কুরিয়ারের কাভার্ডভ্যান ও মালামাল রাখায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সকাল ও বিকেলের বেশিরভাগ সময় বিভিন্ন অঞ্চল থেকে আসা গাড়ি মালামাল নিয়ে এসে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকে। ফলে প্রতিদিনই রাস্তার ওপর পণ্য ওঠানো নামানো করা হচ্ছে। এ কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত। সাহেববাজার বড় রাস্তার বিকল্প সড়ক হিসেবে বড় মসজিদের পেছনের এই রাস্তা ব্যবহার করে পথচারী ও যানবাহন চলাচলকারীরা। ওই রাস্তা দিয়ে চলাচল করতে ভোগান্তির শেষ নেই পথচারীদের। আশপাশের অনেক দোকানদার ও ব্যবসায়ী রাস্তার ওপর দিনের বেলায় গাড়ি থামিয়ে মালামাল ওঠানামা করায় সমস্যার মধ্যে পড়েন। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, ট্রাক ও বিভিন্ন কুরিয়ারের কাভার্ডভ্যান প্রতিনিয়ত দিনের বেলায় দাঁড়িয়ে থাকার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অথচ রাতের বেলায় এসব বড় বড় যানবাহনের মালামাল ওঠানামা করানো হলে সমস্যা কেটে যাবে বলে মনে করেন তারা। কারণ রাতে মানুষ ও যানবাহনের চলাচল কম থাকে। তখন বড় বড় ট্রাক ও কাভার্ডভ্যান রাস্তায় দাঁড়িয়ে মালামাল ওঠানামা করালে সমস্যার সৃষ্টি হবে না বলে মনে করেন তারা। স্থানীয় কুমারপাড়া এলাকার চালের আড়তদাররা বলেন, তাদের ট্রাক দিনের বেলা আসলেও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না। শুধু নগরীর বড় মসজিদের পেছনের রাস্তা নয় এখন নগরীর বিভিন্ন পার্শ্ব সড়কগুলোর একই অবস্থা বিরাজ করছে। ট্রাফিক পুলিশ এসব রাস্তায় থাকে না। ফলে দিনে দিনে প্রকট হচ্ছে এসব রাস্তায় চলাচল। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, রাসিকের পক্ষ থেকে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের এ বিষয়টি খতিয়ে দেখার জন্য নির্দেশ দেয়া হবে। জনগণের সমস্যা যানে না হয় সেভাবে কাজ করতে এবং দিনের বেলা পথের পাশে বড় বড় ট্রাক কিংবা কাভার্ডভ্যান মালামাল লোড-আনলোড না করে সেই ব্যবস্থা নেয়া হবে। এ জন্য পুলিশ প্রশাসনকেও রাসিকের পক্ষ থেকে অবহিত করা হবে বলে জানান তিনি।
×