ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উদ্বোধনের আগেই বন্ধ

প্রকাশিত: ০৫:৪৭, ১২ মার্চ ২০১৬

উদ্বোধনের আগেই বন্ধ

জনকণ্ঠ রিপোর্ট ॥ সিলেট নগরের পানি সমস্যা নিরসনে সুরমা নদীর পানির ওপর নির্ভর করে নির্মাণ করা হয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কিন্তু নদী শুকিয়ে যাওয়ায় ১৩২ কোটি টাকার এই প্ল্যান্ট থেকে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি নদীতে পানি না থাকায় বেকার হয়ে পড়েছেন জেলেরা। এই অবস্থায় নগর কর্তৃপক্ষ ও নদী পাড়ের মানুষ সুরমা নদী ড্রেজিং করার দাবি জানালেও এই ধরনের কোন পরিকল্পনা নেই বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। শহরতলীর কুশিঘাট এলাকায় সুরমা নদী। পানি শুকিয়ে যাওয়ায় বর্তমানে পরিণত হয়েছে বিশাল খেলার মাঠে। পানি রয়েছে মাত্র ২০ থেকে ৩০ ফুট জায়গায়। তাও আবার হাঁটু পরিমাণ। নগরীতে প্রতিদিন ২ কোটি ৮০ লাখ লিটার বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্য এই এলাকায় ১৩২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। কিছু দিনের মধ্যে এটি উদ্বোধন হওয়ার কথা। কিন্তু সুরমায় পানি না থাকায় উদ্বোধনের আগেই তিন মাস ধরে বন্ধ রয়েছে প্ল্যান্টটি। সুরমা থেকে যে পাইপ দিয়ে প্ল্যান্টে পানি যাওয়ার কথা সেটি এখন পানির ওপর ভেসে রয়েছে। সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘নদীতে আসলে পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে একটা পন্টুন তৈরি করা হয়েছে কিন্তু পাম্পগুলো এখনও আনা হয়নি। পাম্পগুলো ভারত থেকে চট্টগ্রাম পোর্টে আসছে। এক মাসের মধ্যে এগুলো আনার পরে স্থাপন করা হবে। তারপরেও আমার আশঙ্কা যে পর্যাপ্ত পরিমাণ পানি আসলে আসবে না।’ পানিতে নাব্য সংকট দেখা দিলে ড্রেজিংয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এনামুল হাবিব জানান, অন্যথায় শুকনো মৌসুমে বন্ধ রাখতে হবে প্ল্যান্টটি। তবে নদী খননের পরিকল্পনা নেই বলে জানায় সিলেটের পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী তাওহিদুল ইসলাম। এদিকে শুধুমাত্র কুশিঘাট এলাকাতেই ৬শ’ জেলে পরিবারের বাস। নদী শুকিয়ে যাওয়ায় তারা হয়ে গেছেন বেকার। সুরমা নদী ড্রেজিং অর্থমন্ত্রীর অন্যতম একটি নির্বাচনী প্রতিশ্রুতি।
×