ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দৃকে ‘দ্য ব্লুজ’ শীর্ষক যৌথ প্রদর্শনী শুরু হচ্ছে আজ

প্রকাশিত: ০৫:৪৩, ১২ মার্চ ২০১৬

দৃকে ‘দ্য ব্লুজ’ শীর্ষক যৌথ প্রদর্শনী শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ শিল্পী আনিকা আজমীন হুদা ও শিল্পী মোসাব্বির আলমের ‘দ্য ব্লুজ’ শীর্ষক যৌথ প্রদর্শনী শুরু হচ্ছে ধামন-ির দৃক গ্যালারিতে আজ শনিবার। বিকাল ৩টায় ৫ দিনব্যাপী প্রদর্শনীর উব্দোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক মুস্তাফিজুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিশু সাহিত্যিক দিপু মাহ্মুদ। আয়োজকসূত্রে জানা যায়, এই দুই শিল্পী তাদের আশপাশের জগতকে তাদের নিজস্ব শিল্পভাষায় অসাধারণভাবে প্রকাশ করে থাকেন। সাধারণ বিষয়গুলোকে তারা দর্শকদের জন্য নিজস্ব ভঙ্গিতে অসাধারণভাবে উপস্থাপন করেন। শিল্পী আনিকা আজমীন হুদা ছবি আঁকে বিমূর্ত ভঙ্গিতে, যার মধ্যে চারপাশের জগৎ অপার্থিব হয়ে ওঠে। শিল্পী মোসাব্বির আলম বেশিরভাগ আঁকে মানুষের ছবি। ঘাম ঝরিয়ে খেটে খাওয়া মানুষের ছবি। নাগরিক ব্যস্ততায় যে জীবন চোখ এড়িয়ে যায়, তিনি সেই ছবি হাজির করেন, যার মাধ্যমে জীবনকে নতুন করে চেনা যায়। প্রদর্শনী চলবে ১৬ মার্চ পর্যন্ত, দর্শনার্থীদের জন্য প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
×