ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যৌথ প্রযোজনার নতুন চলচ্চিত্র ‘শিকারী’

প্রকাশিত: ০৫:৪২, ১২ মার্চ ২০১৬

যৌথ প্রযোজনার নতুন  চলচ্চিত্র ‘শিকারী’

স্টাফ রিপোর্টার ॥ এক সময় নাক সিটকালেও অবশেষে দুইবাংলার যৌথ প্রযোজনার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সাম্প্রতিক সময়ের শীর্ষ অভিনেতা শাকিব খান। শিল্পী সমিতির নির্বাচনের আগে ভারতীয় চলচ্চিত্রের আমদানির বিরুদ্ধে মাঠেও প্রতিবাদ জানাতে দেখা গেছে শাকিব খানকে। সেই শাকিব খানই কলকাতার অনিন্দ সুন্দরী অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। জানা গেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে নতুন চলচ্চিত্র ‘শিকারী’। এতে বাংলাদেশের চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করবেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের জাকির হোসেন সীমান্ত ও ভারতের জয়দেব মুখার্জী। এর কাহিনীও যৌথভাবে তৈরি করেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহীর বাবু ও ভারতের পেলে চাটার্জী। সম্প্রতি রাজধানীর এক অভিজাত হোটেলে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। চলচ্চিত্রটির অনলাইন ও ডিজিটাল কনটেইন্ট পার্টনার লাইভ টেকনোলজি আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শ্রাবন্তী, চিত্রনায়ক শাকিব খান, এসকে মুভিজের অশোক ধানুকা, পরিচালক সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, মোস্তফা সরয়ার ফারুকী, জাকির হোসেন রাজু। এছাড়া উপস্থিত ছিলেন ওপার বাংলার নায়ক ওম, বাংলাদেশের অভিনেতা অমিত হাসান, সঙ্গীতশিল্পী কনা, শফিক তুহিন, কিশোর, ইমরান, লেমিস, চিত্রনায়িকা জলি, অভিনেত্রী রেবেকা, অভিনেতা শিবা শানু। মহরত অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৪ মার্চ কলকাতায় চলচ্চিত্রটির শূটিং শুরু হবে। চলচ্চিত্রটির অন্য অভিনয় শিল্পীরা হলেন বাংলাদেশের সুব্রত, অমিত হাসান, মনজুরুল আলম, রেবেকা, শিবা শানু, ডা. বাবু এবং ভারতের সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপলিলি চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, খরজ মুখার্জী ও রাহুল দেব রায়।
×