ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএসের গোপন নথি সঠিক- দাবি জার্মান গোয়েন্দাদের

প্রকাশিত: ০৫:৩৮, ১২ মার্চ ২০১৬

আইএসের গোপন নথি সঠিক- দাবি জার্মান গোয়েন্দাদের

ইসলামিক স্টেট গোষ্ঠী আইএস-এর একজন সাবেক সদস্য মোহভঙ্গ হওয়ার পর সংগঠনটির গোপন শত শত নথি জার্মানি, ব্রিটেন এবং সিরিয়ার বিরোধী সংবাদকর্মীদের হাতে তুলে দিয়েছেন। সংবাদকর্মীদের কাছ থেকে পাওয়া দলিলগুলো এখন জার্মান গোয়েন্দারা পরীক্ষা করে জানাচ্ছেন, সেগুলোকে আসল বলেই মনে হচ্ছে তাদের কাছে। ফাঁস হওয়া দলিলপত্রের মধ্যে রয়েছে নতুন সদস্য নিয়োগের সময় যেসব তথ্য সংগ্রহ করা হতো তেমন একটি প্রশ্নপত্র। প্রায় বাইশ হাজার আইএস যোদ্ধার নাম, ঠিকানা ও ফোন নম্বরসহ ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত বিস্তারিত বিবরণ। বিভিন্ন সময় নিহত হয়েছে এমন আইএস যোদ্ধাদের বিস্তারিত তথ্যও রয়েছে সেই সব নথিতে। গোয়েন্দারা বলছেন, এসব দলিলপত্র থেকে আরও জানা যাচ্ছে যে, আইএস পৃথিবীর অন্তত ৪০টি দেশ থেকে কর্মী নিয়োগ করেছে। -বিবিসি
×