ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধের পাঁয়তারা ইসরাইলের

প্রকাশিত: ০৫:৩৭, ১২ মার্চ ২০১৬

লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধের পাঁয়তারা ইসরাইলের

লেবানন সীমান্তে ইসরাইল বিপুলসংখ্যক সেনা ও সরঞ্জাম মোতায়েন করার মাধ্যমে সেখানে সামরিক উপস্থিতি জোরদার করেছে বলে বৈরুতভিত্তিক একটি সংবাদ মাধ্যম জানিয়েছে। খবর প্রেসটিভি অনলাইনের। অধিকৃত ফিলিস্তিনী ভূখ-ের সীমান্তবর্তী এলাকায় কৃষিকাজ ও পশুপালনে নিয়োজিত লেবানন অধিবাসীদের ওপর বুধবার দ্বিতীয় দিনের মতো ইসরাইল টিয়ারশেল নিক্ষেপ করেছে বলে দ্য ডেইলি স্টার জানিয়েছে। মুস্তফা আহমেদ নামে এক পশুপালক বলেন, প্রতিদিনের মতো আমরা আমাদের স্বাভাবিক জীবনযাপন করে যাচ্ছিলাম এবং প্রত্যেকেই তাদের জমিতে কাজ করছিল। তখন আমরা ইসরাইলী বাহিনীকে টহল দিতে দেখলাম এবং এক পর্যায়ে তারা আমাদের দিকে টিয়ার গ্যাস ছুঁড়তে শুরু করল। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, ইসরাইলী বাহিনী সকাল থেকেই টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করা অব্যাহত রেখেছে। এর কয়েক ঘণ্টা পর লেবাননের কাফর কিলা গ্রামের উপকণ্ঠে এক ইসরাইলী বসতিতে বিপুলসংখ্যক সেনা মোতায়েন করা হয়। গত সপ্তাহ থেকে লেবানন সীমান্তে ইসরাইলী সেনারা টহল জোরদার করার পাশাপাশি সেনাদেরকে যুদ্ধাবস্থায় রাখা হয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রগুলো জানিয়েছে। স্থানীয় সূত্রগুলো আরও জানিয়েছে, ইসরাইলী বাহিনী গত কয়েক সপ্তাহে সীমান্তে তাদের টহল জোরদার করেছে। সেনারা সেখানে ওঁৎ পেতে আছে। ইসরাইলী সেনাদের সাম্প্রতিক কর্মকা-ের ব্যাপারে স্থানীয় অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি দেশটির সর্বশেষ সামরিক তৎপরতার কারণ নিয়েও তারা প্রশ্ন তোলেন বলে ‘দ্য ডেইলি স্টার’ জানিয়েছে। লেবাননের বিরুদ্ধে ইসরাইল আরেকটি যুদ্ধ শুরু করার পাঁয়তারা করছে বলে এর আগে গত শনিবার বৈরুত ভিত্তিক ‘আল-আখবার’ পত্রিকা জানায়। পত্রিকাটিতে আরও বলা হয়, এক মার্কিন কর্মকর্তা বৈরুতকে সতর্ক করে দিয়ে জানিয়েছে তেলআবিব লেবাননে হামলার জন্য একটি অজুহাত খুঁজছে। ইসরাইলকে কোন অজুহাতে যুদ্ধ শুরু করতে না দিতে মার্কিন ওই কর্মকর্তা আরব দেশের নেতাদের প্রতি আহ্বান জানান। ইসরাইলের নতুন যুদ্ধ শুরু করার পরিকল্পনা নিয়ে এক প্রতিক্রিয়ায় লেবাননের সেনাপ্রধান জিয়ান কাহওয়াজি সোমবার জানান, বৈরুত সব ধরনের হুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে।
×