ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জীবনসঙ্গীকে নতুন করে চিনে নিন ভাগাভাগি করুন সুখ-দুঃখ

প্রকাশিত: ০৫:১৩, ১২ মার্চ ২০১৬

জীবনসঙ্গীকে নতুন করে চিনে নিন ভাগাভাগি করুন সুখ-দুঃখ

স্টাফ রিপোর্টার ॥ নিজের সঙ্গীকে নতুন করে চিনে নিতে, দাম্পত্যজীবনের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিতে এ যেন এক ভিন্ন আয়োজন, ভিন্ন অনুভূতি। অনুষ্ঠানে এমন সব দম্পতি এসেছেন যারা একসঙ্গে ৫০ বছরের বেশি সংসার করছেন; আবার এমনও দম্পতি রয়েছেন যারা বিয়ে করেছেন মাত্র কয়েক মাস বা বছরখানেক আগে। পুরনো দম্পতিরা যেমন তাদের দাম্পত্যজীবনের নানা অভিজ্ঞতার কথা শুনিয়েছেন, তেমনি নতুন অনেক দম্পতি জানিয়েছেন তাদের জীবনের নতুন পথচলার কথা। অনেকে আবার অনুষ্ঠানস্থলে মালাবদল করেছেন বিয়ের দিনের মতোই। কেউ আবার একে অপরকে পরিয়ে দিয়েছেন রাখি। সবার মুখেই ছিল হাসি। এই চিত্র দম্পতি মেলার। ‘আদর্শ দম্পতি উন্নত সভ্যতার ভিত্তি’ সেøাগানে শুক্রবার বিকেল থেকে শুরু হয়েছে পাঁচদিনের এই দম্পতি মেলা। শিল্পকলা একাডেমির চিত্রশালা প্লাজায় এ মেলার আয়োজন করে দম্পতিদের সংগঠন দম্পতি সোসাইটি। সোসাইটির সাধারণ সম্পাদক উজ্জল আহম্মেদ জানালেন, দ্বিতীয়বারের মতো এ ধরনের মেলার আয়োজন করলেন তারা। বাংলাদেশ মতে চৈত্রের প্রথম ও ভারতীয় মতে ফাল্গুনের শেষ দিন হচ্ছে ১৫ মার্চ। বাংলায় ফাল্গুন ও চৈত্রের মিলনে বসন্তকাল। যৌবন মানবজীবনের বসন্তকাল। তাই এ দিনটিকে বিবাহ/মিলনবিন্দু হিসেবে ধরা হয়েছে। দিনটিকে দম্পতি দিবস ঘোষণারও দাবি জানান তিনি। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ফিতা কেটে মেলা উদ্বোধন করেন নায়করাজ রাজ্জাক। এর আগে বর্ষীয়ান এই অভিনেতার গলায় ফুলের মালা পরিয়ে দেন সোসাইটির সভাপতি আরজুমান্দ আরা বকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন ইস্কয়ার প্লাস্টিকের প্রধান নির্বাহী শরিফুর পারভেজ ভূঞা ও দম্পতি সোসাইটির সাধারণ সম্পাদক উজ্জল আহম্মেদ। স্ত্রী খায়রুন্নেসা লক্ষ্মীকে নিয়ে ফিতা কাটার কথা ছিল। কিন্তু অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি জানিয়ে রাজ্জাক বলেন, সমাজে দাম্পত্য কলহ দিন দিন বাড়ছে। এটি ভাল লক্ষণ নয়। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হবে, মান-অভিমান হবে। কিন্তু তা যেন নিজেদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। দাম্পত্য কলহের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বাচ্চারা। এ বিষয়টি অনেক দম্পতিই ভুলে যান। নায়করাজ বলেন, দাম্পত্য জীবনের সফলতার মূল চাবিকাঠি হলো বোঝাপড়া। বর্তমান সমাজে এর অভাব দেখা দিয়েছে। জীবন এখন এতটাই গতিশীল যে, বোঝাপড়াটা সঠিক হচ্ছে না। স্বামী ও স্ত্রী উভয়কে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। মেলার প্রথম দিনে দাম্পত্য জীবনে হাফ সেঞ্চুরি (৫০ বছর) পূর্ণকারী তিন দম্পতিকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন ইদ্রিস আলী ভুঁইয়া ও আশরাফুন্নাহার ভুঁইয়া, শেখ আবদুল জলিল ও হোসনে আরা বেগম এবং একুশে পদকজয়ী মংছেন চীং মংছিন ও তার স্ত্রী ভারতী ত্রিপুরা। প্রথম দুই দম্পতিকে ফেসবুকের মাধ্যমে আয়োজকরা খুঁজে বের করেছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। এদিন আরও ছিল দাম্পত্য জীবনের অভিজ্ঞতা নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযাগিতা, নিত্য প্রয়োজনীয় পণ্যের স্টল, বরবধূ সাজ, ফটোসেশনসহ আরও নানা আয়োজন। ১৫ মার্চ পর্যন্ত চলমান এ মেলায় প্রতিদিনই এ ধরনের আয়োজন থাকছে।
×