ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাসদের সম্মেলনেন মোহাম্মদ নাসিম

কোন ষড়যন্ত্রের কাছে মাথানত করবেন না শেখ হাসিনা

প্রকাশিত: ০৫:০৯, ১২ মার্চ ২০১৬

কোন ষড়যন্ত্রের কাছে মাথানত করবেন না শেখ হাসিনা

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি ১৪ দলীয় জোটকেও চাপে রাখা হচ্ছে। তাই সবাই সাবধান থাকবেন। চারদিকে নাগিনীর বিষাক্ত নিঃশ্বাস বইছে। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন। সম্মেলনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ক্ষমতার ভাগাভাগি ও মারধর-খাও এই নীতিতে জাসদ বিশ্বাস করে না। বিএনপি জঙ্গীবাদের লালনকারী, আশ্রয়-প্রশ্রয় দাতা। আজকে আমরা বাংলাদেশকে তালেবানি-পাকিস্তানীর দিকে যেতে দিতে পারি না। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। তারা উগ্র-সাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান সরকারের প্রতি আস্থা রাখারও আহ্বান জানান। সেইসঙ্গে রাজনৈতিক সন্ত্রাসের সঙ্গে যুক্তদের ঘৃণা করারও আহ্বান জানানো হয়েছে সম্মেলন থেকে। সম্মেলনে নাসিম আরও বলেন, কথা নাই বার্তা নাই কার্গো বিমান বন্ধ করে দেয়ার চেষ্টা হচ্ছে। মনে রাখবেন বঙ্গবন্ধু কোন দিন কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কোন ষড়যন্ত্রের কাছে নত হবেন না। নাসিম বলেন, এই সোহরাওয়ার্দী উদ্যানে বাঙালী কোনদিন পরাজিত হয়নি। এই স্থান থেকে জাতির জনক বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তিনি এখান থেকে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। সেই স্বাধীনতা আমরা পেয়েছি। এখন আমরা মুক্তির সংগ্রাম করছি শেখ হাসিনার নেতৃত্বে। তিনি জাসদের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এই মুক্তির সংগ্রামের একেক জন লড়াকু সৈনিক। মোহাম্মদ নাসিম ১৪ দলের অন্যতম শরিক এই দলটির শক্তিশালী সাংগঠনিক শক্তির প্রশংসা করেন। তিনি বলেন জাসদ শক্তিশালী হলে ১৪ দলের জন্য গর্ব। ১৪ দল একটি অসাম্প্রদায়িক জোট। এজোট সব সময় ঐক্যবদ্ধ থাকবে। তিনি বলেন, উন্নয়নের জন্য দেশে দরকার শেখ হাসিনার সরকার। তিনি উপস্থিত সকলকে সেøাগান ধরতে বলেন, শেখ হাসিনার সরকার বারবার দরকার। বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়। সম্মেলন সভাপতির বক্তব্যে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেন, জাসদ জাতির প্রয়োজনে ঐক্য করে, জাতির প্রয়োজনে বিরোধিতা করে। ক্ষমতার ভাগাভাগি ও মারধর-খাও এই নীতিতে বিশ্বাস করে না। বিশ্বাসী না, হালুয়া রুটির জন্য রাজনীতি করে না। সমাজতন্ত্রের পতাকা নিয়েই এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, অগ্নি সন্ত্রাস খালেদা জিয়া রাজনীতিতে পরাজিত হয়ে এখন দম ফেলছেন, বিরতি নিচ্ছেন। আগামীতে চোরাগুপ্তা হামলার চেষ্টা করবেন। এখন আপাতত দৃষ্টিতে পরিস্থিতি শান্ত দেখালেও যুদ্ধ অবস্থা বিরাজ করছে। আগুন সন্ত্রাস খালেদা জিয়া আত্মসমর্পণ করেননি, ক্ষমা চাননি। এখন আমাদের সামনে প্রশ্ন আমরা কী করব, তাকে সেগুলো করার সুযোগ করে দেব নাকি, রাজনীতি থেকে তাকে বিদায় জানাব? তিনি বলেন, বিএনপি জঙ্গীবাদের লালনকারী, আশ্রয়-প্রশ্রয় দাতা। আজকে আমরা বাংলাদেশকে তালেবানি-পাকিস্তানীর দিকে যেতে দিতে পারি না। আমাদের সামনে একটাই পথ খোলা আছে, আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে বিদায়ের জন্য শেষ যুদ্ধে অবতীর্ণ হতে হবে। এ যুদ্ধে বিজয়ের মধ্যে দিয়ে বাংলাদেশকে আমরা শান্তির পথে উন্নয়নের পথে সমৃদ্ধির পথে এগিয়ে নেব। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পাশাপাশি যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের সাধারণ সম্পাদক শরিফ নুরুল আম্বিয়াসহ শিরীন আখতার ও নাজমুল হক প্রধান। মেনন বলেন, বাংলাদেশকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে সজাগ থাকতে হবে। দেশের স্বার্থে গণতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখার বিকল্প নেই বলেও মনে করেন তিনি। মেনন বলেন, আমরা সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য সকলের সহযোগিতা কমনা করেন তিনি।
×