ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিরল পেশী কাঠিন্য রোগে আক্রান্ত হাশেমকে বাঁচাতে এগিয়ে আসুন

মানুষ মানুষের জন্য

প্রকাশিত: ০৫:০৬, ১২ মার্চ ২০১৬

মানুষ মানুষের জন্য

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ হাশেম আলীর জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তিনি দুরারোগ্য সিসটেমিক স্কে¬রোসিস (পেশী কাঠিন্য) রোগে আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দুর্লভ এই রোগে কয়েক লাখে একজন আক্রান্ত হয়ে থাকে। উন্নত চিকিৎসা দেয়া হলে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। এজন্য প্রয়োজন প্রায় সাত লাখ টাকা। কিন্তু হাশেম আলীর পিতা আব্দুল হানিফের পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামে তাদের বাড়ি। পরিবারটির আর্থিক অবস্থা খারাপ। আব্দুল হানিফ একজন পানচাষী। হাশেমের বিভাগীয় শিক্ষক অধ্যাপক মুনিমুল হক জানান, গত চার মাস ধরে হাশেম রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে। রামেকের মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু শাহীন তাকে চিকিৎসা সেবা দিচ্ছেন। কিন্তু, গত কিছুদিন ধরে তাঁর অবস্থার চরম অবনতি ঘটছে। তাই চিকিৎসক তাঁকে ভারতের পুনে হাসপাতালের চিকিৎসক ডাঃ লাল পাথসলে, ডাঃ রিতুু নায়ের এবং ডাঃ নির্সাম কানিতের কাছে দ্রুত উচ্চতর চিকিৎসার জন্য রেফার করেছেন। বর্তমানে টাকার অভাবে রোগীর চিকিৎসা ব্যাহত হচ্ছে। এমতাবস্থায়, হাশেম আলীর চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন অধ্যাপক মুনিমুল হক। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭১৪-১৩৭৬৪২(বিকাশ)। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে-মুনিমুল হক, অগ্রণী ব্যাংক লি., সঞ্চয়ী হিসব নং-০০০০০৩৪১০৪৩১৭, রাজশাহী বিশ^বিদ্যালয় শাখা। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা নগদ দিতে সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×