ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাগর-রুনী হত্যার বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী ঘোষণা

প্রকাশিত: ০৫:০৫, ১২ মার্চ ২০১৬

সাগর-রুনী হত্যার  বিচার দাবিতে  গণস্বাক্ষর কর্মসূচী  ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী হত্যার বিচার দাবিতে সাংবাদিকদের মধ্যে মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচী পালন করবে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। ১৫ মার্চ থেকে এ কর্মসূচী শুরু হবে। পরবর্তীতে সংগৃহীত স্বাক্ষর সংবলিত স্মারকলিপি প্রধানমন্ত্রীকে দেয়া হবে। শুক্রবার দুপুরে ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচী ঘোষণা করা হয়। এ সময় এ হত্যাকা-ের বিচার দাবিতে সব পর্যায়ের সাংবাদিকদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান ডিআরইউ সভাপতি জামাল উদ্দীন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডিআরইউর সাধারণ সম্পাদক রাজু আহমেদ। তিনি বলেন, ১৫ মার্চ থেকে সারাদেশের বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে গিয়ে সাংবাদিকদের স্বাক্ষর নেয়া হবে। তিনি বলেন, হত্যাকা-ের চার বছর পূর্তিতে ১১ ফেব্রুয়ারি ডিআরইউ’র পক্ষ থেকে হত্যারহস্য উন্মোচনের দাবিতে এক মাসের সময় বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু এক মাসে প্রশাসন কোন অগ্রগতি দেখাতে পারেনি। সেজন্য সাংবাদিকদের মধ্যে গণস্বাক্ষর সংগ্রহের এই কর্মসূচী ঘোষণা করা হয়। তিনি বলেন, মানুষ বিপদে পড়লে সমাধানের জন্য সাংবাদিকদের কাছে ছুটে আসেন। কিন্তু আমরা বিপদে পড়ে কোন সমাধান পাচ্ছি না। তাহলে সরকার কি আমাদের সঙ্গে তামাশা করছে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, একে একে চারটি বছর পার হয়েছে। খুনীদের চিহ্নিত করে গ্রেফতার তো দূরের কথা তদন্তের বিশ্বাসযোগ্য ও প্রামাণ্য কোন অগ্রগতিও দেখাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এ অবস্থায় সাগর-রুনী হত্যা মামলা নিয়ে সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষ হতাশ ও ক্ষুব্ধ। এ হত্যাকা-ের বিচারের দাবিতে ডিআরইউর কর্মসূচী অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সহ-সভাপতি শরীফুল ইসলাম, অর্থ সম্পাদক কামরুজ্জামান কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন প্রমুখ।
×