ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সানি আজ, তাসকিন ১৪ মার্চ পরীক্ষা দিতে চেন্নাই যাচ্ছেন

প্রকাশিত: ০৫:০৩, ১২ মার্চ ২০১৬

সানি আজ, তাসকিন ১৪ মার্চ পরীক্ষা দিতে চেন্নাই যাচ্ছেন

স্পোর্টস রিপোর্টার, ধর্মশালা থেকে ॥ যেহেতু আইসিসির আতশী কাঁচের নিচে পড়েই গেছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানি, সেহেতু তাদের পরীক্ষার সম্মুখীনও হতে হবে। সেই পরীক্ষা আজ সানি এবং ১৪ মার্চ তাসকিন দেবেন। বাংলাদেশ দল এখন ভারতেই অবস্থান করছে। তাই চেন্নাইয়ে আইসিসির স্বীকৃত পরীক্ষাগারে বোলিং এ্যাকশনের পরীক্ষা দেবেন তাসকিন ও সানি। দল সূত্রে এমনটিই জানা গেছে। বাংলাদেশ-হল্যান্ড ম্যাচে বাংলাদেশ জিতে। সেই ম্যাচের পরপরই ম্যাচের দুই আম্পায়ার তাসকিন ও সানির বোলিং এ্যাকশন নিয়ে রিপোর্ট করেন। সেই রিপোর্ট বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের হাতেও দিয়ে দেন। এরপর থেকেই এ নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছেন বোলিং এ্যাকশনে ত্রুটি থাকার সম্ভাবনায় থাকা দুই ক্রিকেটার। এতদিন তাদের নিয়ে কেউ কোন কথা বলেনি। এখন যখন দুইজনই দুর্দান্ত বোলিং করছেন, টি২০ বিশ্বকাপে খেলছেন; এমন সময়ে এসে দুইজনের বোলিং এ্যাকশনে সমস্যা দেখতে পেয়েছেন আম্পায়ার ভারতের সুন্দারাম রবী ও অস্ট্রেলিয়ার রড টাকার। এ নিয়ে পুরো বাংলাদেশেই যে তোলপাড় হচ্ছে, তা ধর্মশালা থেকেও বোঝা যাচ্ছে। সেই উত্তাপ পাওয়া যাচ্ছে। তবে এ নিয়ে যে চিন্তার কোন কারণ নেই তা আগেই বলেছেন বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহে। কারণ তাসকিন শেষ পর্যন্ত সবকটি ম্যাচই খেলতে পারবেন। সানিও তাই। বাংলাদেশ টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে খেলছে। হল্যান্ডের বিপক্ষে ম্যাচ জিতেছেও। যদি বাংলাদেশ বাছাইপর্ব অতিক্রম করে ফেলে, তাহলে সুপার টেনে উঠবে। সেই সময় ১৬ মার্চ পাকিস্তানের বিপক্ষে, ২১ মার্চ অস্ট্রেলিয়া, ২৩ মার্চ ভারত ও ২৬ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বাছাইপর্বের ম্যাচগুলো খেলেই পরীক্ষা দিতে যাবেন দুইজন। এমনটাই কথা ছিল আগে। কিন্তু এখন সানি আজই এবং তাসকিন ১৪ মার্চ যাবেন। পরীক্ষা দিতে একদিন লাগে। রবিবারই দলের সঙ্গে যোগ দেবেন সানি এবং ১৫ মার্চ দলের সঙ্গে যোগ দিতে পারবেন তাসকিন। যেহেতু নিয়ম হচ্ছে ১৪ দিনের মধ্যে আইসিসি স্বীকৃত কোন পরীক্ষাগারে পরীক্ষা দিতে হয়। বৈশ্বিক কোন টুর্নামেন্টের নিয়ম হল ৭ দিনের মধ্যে পরীক্ষা দিতে হয়। তাই তাসকিন ও সানি ৭ দিনের আগেই পরীক্ষা দিতে যাবেন। আর ২৮ দিন খেলা যায়; তাই তাসকিন ও আরাফাত আপাতত সুপার টেনের সব ম্যাচেও খেলতে পারবেন। ১৪ মার্চ পরীক্ষা দেয়ার পর ৭ দিনের মধ্যেই পরীক্ষাগার থেকে এ নিয়ে রেজাল্ট আসার কথা। যদি কোনভাবে এর আগে এসে পড়ে আর রেজাল্ট হয় নেতিবাচক; তাহলেই শুধু তাসকিন ও সানি খেলতে পারবেন না। আর তা না হলে অনায়াসেই সুপার টেনের সব খেলাও খেলতে পারবেন তারা। আর তাই হাতুরাসিংহে কোন চিন্তা করছেন না। তার আত্মবিশ্বাস আছে, তাদের কোন সমস্যা নেই। হাতুরাসিংহেই যেমন বলেছেন, ‘তারা (আইসিসি) দুই বোলার নিয়ে রিপোর্ট করেছে। এ মুহূর্তে আইসিসির যে নিয়ম আছে, তাই ফলো করা হবে। এ বিষয়টি কোনভাবেই দলের মধ্যে প্রভাব ফেলবে না। যদি তারা খেলতে পারে তাহলে খেলবে। আইসিসির পূর্ণ রিপোর্ট পাওয়ার পরই তা বোঝা যাবে।’
×