ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রকাশিত: ০৫:০৩, ১২ মার্চ ২০১৬

রাজধানীতে ট্রেন ও সড়ক দুর্ঘটনায় নিহত ৪

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ট্রেন ও সড়ক দুঘর্টনায় চারজন নিহত হয়েছেন। মিরপুরে চাঁদা তুলতে গিয়ে এক আওয়ামী লীগ নেতা গণপিটুনির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কল্যাণপুরে বিদেশী অস্ত্রসহ দুই অপরাধীকে গ্রেফতার করেছে র‌্যাব। খিলক্ষেতে একটি ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাজধানীর খিলক্ষেত এলাকায় পিকনিকের বাসের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম পান্নু শিকদার (৩৮)। নিহতের বাবার নাম সনেট শিকদার। গ্রামের বাড়ি মাদারীপুর সদরে। খিলগাঁও তালতলা সি-ব্লকের ১৫ নম্বর বাড়িতে থাকতেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪টার দিকে খিলক্ষেতে একটি পিকনিকের বাস একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। পরে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে মালামালবোঝাই একটি ভ্যানের ওপর আচড়ে পড়লে ভ্যানটির চালক পান্নু সিকদার গুরুতর আহত হন। পরে খিলক্ষেত থানার এএসআই শাহীন আলম তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে এদিন ভোরের দিকে কল্যাণপুরে সড়ক দুঘর্টনায় মোঃ হাবিবুল্লাহ (২৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত হাবিবুল্লাহ মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের কর্মচারী। নিহতের বাবার নাম রবিউল আলম। গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদী থানার সাহপাড়া গ্রামে। তিনি মিরপুরের দারুস সালাম এলাকায় থাকতেন। নিহত হাবিবুল্লাহর বড় ভাই সফিউল্লাহ জানান, তার ভগ্নিপতি পাবনা থেকে ঢাকায় আসেন। তাকে আনতে টেকনিক্যালে যান হাবিবুল্লাহ। সেখান থেকে রিক্সাযোগে তারা বাসায় ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ জুলহাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে একই দিন সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে কলিমউদ্দিন (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় অটোরিক্সাচালক কালু মিয়া গুরুতর আহত হয়েছেন। নিহতের ভাতিজা আল আমিন জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ সদরে। তার চাচা নারায়ণগঞ্জের ফতুল্লায় সপরিবারে ভাড়া থাকতেন। সকালে মাছ কেনার জন্য যাত্রাবাড়ীতে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান চাচা কলিমউদ্দিন। যাত্রাবাড়ী থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, সকাল ৮টার দিকে মাতুয়াইলে এশিয়া পরিবহনের একটি বাস অটোরিক্সাটিকে পেছন থেকে ধাক্কা দিলে যাত্রী কলিমউদ্দিন ও অটোরিক্সাচালক কালু মিয়া গুরুতর আহত হন। পরে পথচারীরা দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মাছ ব্যবসায়ী কলিমউদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠায়। অন্যদিকে রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (৪০) নামে এক রিক্সাচালকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মৃত সমির উদ্দিন। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায়। তিনি গাজীপুরের টঙ্গী পূর্বটেকপাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাসুদ বনানী রেলক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী কহিনুর বেগম জানান, গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে তার স্বামী মাসুদ রানা সকাল ৬টার দিকে বাসা থেকে বের হন। বেলা ১২টার দিকে তিনি জানতে পারেন তার স্বামী ট্রেনে কাটা পড়ে ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে সেখান থেকে তাকে জাতীয় অর্থপেডিক ও ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, লাশের ময়নাতদন্তের জন্য বিকেলে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। চাঁদা তুলতে গিয়ে গণপিটুনির শিকার ॥ রাজধানীর মিরপুরে চাঁদা তুলতে গিয়ে এক আওয়ামী লীগ নেতা গণপিটুনির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার জুমার নামাজের পর মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পাশে লেগুনাস্ট্যান্ডে পরিবহন শ্রমিকরা আওয়ামী লীগ নেতা এসএম আবু হানিফকে গণপিটুনি দিয়েছেন। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের পর আবু হানিফ তার কিছু কর্মী-সমর্থকদের নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের পাশে লেগুনাস্ট্যান্ডে যায়। সেখানে নিয়মিত চাঁদার চেয়ে বেশি চাঁদা দাবি করে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা আবু হানিফসহ তার কর্মী-সমর্থকদের পেটানো শুরু করে। এ সময় আবু হানিফকে ফেলে রেখে তার কর্মী-সমর্থকরা পালিয়ে যায়। পরে পুলিশ এসে আওয়ামী লীগ নেতা হানিফকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আওয়ামী লীগের লোকজন হামলা চালাতে পারেÑ এমন আশঙ্কায় পরিবহন শ্রমিকরা লেগুনাস্ট্যান্ডে লাঠিসোটা নিয়ে অবস্থান করছিল। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক এসআই আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছ। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিরপুর থানার ডিউটি অফিসার শাহীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখনও থানায় মামলা হয়নি। অস্ত্রসহ দুইজন গ্রেফতার ॥ রাজধানীর কল্যাণপুরে বিদেশী অস্ত্রসহ জাহাঙ্গীর আলম ও নূর নামে দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। র‌্যাব-২ এর কর্মকর্তা মেজর আতাউর রহমান জানান, কল্যাণপুরের ৩ নম্বর রোডে দ্বীন কাজী স্কুলের পাশে অস্ত্র কেনাবেচার সময় ৭.৬৫ মিলিমিটার একটি জাপানী অস্ত্রসহ তাদের আটক করা হয়। তিনি জানান, তারা বিভিন্ন ধরনের অস্ত্র আমদানি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। আগুন ॥ রাজধানীর খিলক্ষেতে মোহাম্মদীয়া ভবনে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের দায়িত্বরত কর্মকর্তা পরিদর্শক আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওই ভবনের ছাদে ময়লার স্তূপে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।
×