ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে চলছেই অটোরিক্সা নৈরাজ্য

প্রকাশিত: ০৮:৩৪, ১১ মার্চ ২০১৬

রাজধানীতে চলছেই অটোরিক্সা নৈরাজ্য

স্টাফ রিপোর্টার ॥ মালিকদের বাড়তি জমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবার কয়েকজন চালক সরাসরি অটোরিক্সা নিয়ে হাজির হলেন বিআরটিএ ভ্রাম্যমাণ আদালতের কাছে। বর্ণনা করলেন, প্রায় নয় বছরের মালিকদের অত্যাচারের ইতিহাস। জানালেন, সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করে কিভাবে বাড়তি অর্থ তাদের কাছ থেকে আদায় করেন কিছু মালিক। চালকদের কাছ থেকে অভিযোগ শুনে তা আমলে নেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল বশর। সঙ্গে সঙ্গে রেকার দিয়ে ১০টি সিএনজি চালিত অটোরিক্সা ডাম্পিংয়ে পাঠান। এরপর নেয়া হবে মালিকদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। তখন সেখানে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত-১ এর অভিযান চলছিল। বাড়তি ভাড়া আদায়, জমা নেয়া, আইন অমান্য করা, লাইসেন্সবিহীন গাড়ি চালানো রোধেই এই অভিযান। প্রতিদিন রাজধানীতে বসে এরকম চারটি ভ্রাম্যমাণ আদালত। যদিও অটোরিক্সার নৈরাজ্য চলছেই। এ সময় শনিরআখড়ার শহীদ মহাজনের গ্যারেজের তিনটি, একই এলাকার দেলোয়ার মাহাজনের ৫টি ও কামালের দুটিসহ মোট ১০টি অটোরিক্সা নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হন চালকরা। তাদের কাছ থেকে সরকার নির্ধারিত জমার বেশি অর্থ রাখার অভিযোগ করা হয়। এ সময় চালকরা এ তিনটি গ্যারেজের বিরুদ্ধে দুই শিফটে গাড়ি চালানোর অভিযোগ করেন। এক শিফটে গাড়ি চালালে সরকার নির্ধারিত ৯০০ টাকার পরিবর্তে এক হাজার ১০০ টাকা ও দুই শিফটে চালালে এক হাজার ৪০০ টাকা পর্যন্ত জমা নেয়ার কথা জানান চালকরা। আদালত অভিযোগ আমলে নিয়ে গাড়ির কাগজপত্র সিজ করে ডাম্পিংয়ে পাঠান।
×