ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশেষায়িত বীমা কোম্পানি গঠনের সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

প্রকাশিত: ০৮:৩১, ১১ মার্চ ২০১৬

বিশেষায়িত বীমা  কোম্পানি গঠনের সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

সংসদ রিপোর্টার ॥ বিদেশে কর্মী পাঠানোর আগে তাদের বীমা নিশ্চিত করতে বিশেষায়িত বীমা কোম্পানি গঠনের সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি জি টু জি প্লাস চুক্তির শর্ত অনুযায়ী শ্রমিকরা যাতে দ্রুত মালয়েশিয়ায় যেতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম, হুইপ মোঃ শাহাব উদ্দিন, মোঃ ইসরাফিল আলম, মোঃ আয়েন উদ্দিন এবং মাহজাবীন মোর্শেদ অংশ নেন।
×