ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পক্ষপাতিত্বের অভিযোগ এবার ইসির বিরুদ্ধে আওয়ামী লীগের

প্রকাশিত: ০৭:৫৯, ১১ মার্চ ২০১৬

পক্ষপাতিত্বের অভিযোগ এবার ইসির বিরুদ্ধে আওয়ামী লীগের

স্টাফ রিপোর্টার ॥ এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইউপি নির্বাচনে নিরপেক্ষতার নামে পক্ষপাতিত্বের অভিযোগ তুলল সরকারী দল আওয়ামী লীগ। মনোনয়নপত্র জমায় বাধা দেয়ার অভিযোগে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যানের বরখাস্তের বিষয়ে তারা এ অভিযোগ করেন। দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ইসিতে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ২০০৫ সালে নিয়োগ পাওয়া একজন নির্বাচন কর্মকর্তার প্রতিবেদনের ভিত্তিতে ফুলগাজী উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়েছে। ওই কর্মকর্তার প্রতিবেদন গ্রহণযোগ্য নয়। আমাদের কাছে রিপোর্ট আছে ওই কর্মকর্তা বিএনপি করেন। এ বিষয়ে কোন তদন্ত না করেই বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে ইসি। এক্ষেত্রে কমিশনের উচিত ছিল নিজেরা তদন্ত করে তারপর সিদ্ধান্ত নেয়া। বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে যান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক। সিইসির সঙ্গে সাক্ষাত করে আধাঘণ্টা পর বেরিয়ে এসে হানিফ সাংবাদিকদের আরও বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতার নামে সরকারী দলের প্রার্থীদের ওপর খড়গ চালাচ্ছে। আমরা জানি ফেনীতে বিএনপির দুই পক্ষের মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে। দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দ্বন্দ্বের কারণে মনোনয়নপত্র জমা দেয়ার ক্ষেত্রে বাধা দেয়ার ঘটনা ঘটতে পারে। গত রবিবার ফেনীর ফুলগাজীর সরকারদলীয় উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এর আগে নির্বাচন কমিশন থেকে ওই উপজেলা চেয়ারম্যানকে বরখাস্তের জন্য সুপারিশ করা হয়। তার বিরুদ্ধে উপজেলার ছয় ইউপিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমায় বাধাদান, ভয়ভীতি প্রদর্শন, বেআইনী কার্যক্রম, ইসি ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এছাড়া নির্বাচন কর্মকর্তার সঙ্গে খারাপ আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করে মাহবুব-উল আলম হানিফ সরকারী দলের সংসদ সদস্যদের আচরণবিধি প্রসঙ্গে বলেন, আমরা চাই নির্বাচন কমিশন আইনের সর্বোচ্চ প্রয়োগ করুক। আইন লঙ্ঘনকারী সংসদ সদস্য তিনি সরকারী বা বিরোধী যে দলেরই হোক না কেন, তাঁকে ছাড় দেয়া উচিত হবে না। বরগুনার-২ আসনের এমপির বিরুদ্ধে মামলা অনুমোদন ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন মামলার এ অনুমোদন দেয়। কমিশন থেকে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে চিঠি দিয়ে মামলা রুজুসহ আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হবে বলে জানা গেছে। সরকারী দলের সংসদ সদস্য রিমনের বিরুদ্ধে অভিযোগ- ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নিজ এলাকায় একটি বিদ্যুতকেন্দ্র উদ্বোধন করে নৌকার পক্ষে ভোট চেয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর আগে গত পৌরসভা নির্বাচনে এ সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশন থেকে কারণ দর্শানোর চিঠি দিলে লিখিত জবাবে তিনি ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সম্পৃক্ত হবেন না বলে প্রতিশ্রুতি দেন।
×