ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জ্বালানি তেলের দাম ৪০ ডলার!

প্রকাশিত: ০৬:৩০, ১১ মার্চ ২০১৬

জ্বালানি তেলের দাম ৪০ ডলার!

চলতি বছর প্রথমবারের মতো জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ৪০ ডলারে পৌঁছেছে। অবশ্য মঙ্গলবার তেলের দাম ৪০ ডলারে পৌঁছার পরদিন বুধবারই তা ৩৯ ডলার ৯৯ সেন্টে নেমে আসে। জানুয়ারিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে সর্বনিম্ন ২৮ ডলারের পৌঁছায়। এ সময়টায় জ্বালানি তেলের পাশাপাশি বেড়েছে ধাতব পণ্যের দাম। এর মধ্যে লৌহজাত পণ্যের দাম বেড়েছে ২০ শতাংশ পর্যন্ত। মূলত জ্বালানি তেল উত্তোলক এবং রফতানিকারক দেশগুলো জ্বালানির উত্তোলন কমানোয় তেলের দাম বাড়তে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চলতি মাসেই জ্বালানি উত্তোলক দেশগুলোর আর একবার বৈঠকে বসার কথা রয়েছে। তবে বিভিন্ন ঋণমান নির্ণয়কারী সংস্থা বলছে, বছরের শেষ নাগাদ ৩৫ ডলারের আশপাশেই থাকবে জ্বালানির দাম। -অর্থনৈতিক রিপোর্টার আবারও ব্যয়বহুল শহরের শীর্ষে সিঙ্গাপুর অর্থনৈতিকভাবে ভয়াবহ অস্থিতিশীল ২০১৫ সালেও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হয়েছে সিঙ্গাপুর। ২০১৪ সালে টোকিওকে সরিয়ে সিঙ্গাপুর সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে শীর্ষস্থান দখল করেছিল। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) করা ওই সূচকে সিঙ্গাপুর খরুচে শহরের তালিকায় জুরিখ, হংকং, জেনেভা ও প্যারিসকে হারিয়ে দিয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। নিউইয়র্ক শহরের তুলনায় অন্য শহরে জীবনযাপনের খরচ কেমন, এ বিবেচনায় মোট ১৩৩টি শহরের মধ্যে এই জরিপ চালায় ইআইইউ। ব্যয়বহুলের তালিকায় লন্ডন ও নিউইয়র্কের স্থান হয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম। সবচেয়ে সস্তা শহর হিসেবে জাম্বিয়ার রাজধানী লুসাকার নাম এসেছে। এর পরই আছে ভারতের ব্যাঙ্গালুরু ও মুম্বাই। তালিকার সস্তা ১০টি শহরের ৫টিরই অবস্থান ভারত ও পাকিস্তানে। ইআইইউর ওই সূচকে ২০১৫ সালকে বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ অস্থিতিশীল বছর ছিল বলে উল্লেখ করেছেন গবেষকরা। -অর্থনৈতিক রিপোর্টার
×