ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মমতার বিরুদ্ধে বিজেপি থেকে লড়বেন নেতাজীর প্রপৌত্র চন্দ্রকুমার বসু

প্রকাশিত: ০৬:২৬, ১১ মার্চ ২০১৬

মমতার বিরুদ্ধে বিজেপি থেকে লড়বেন নেতাজীর প্রপৌত্র চন্দ্রকুমার বসু

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অন্যতম হেভিওয়েট কেন্দ্র দক্ষিণ কলকাতার ভবানীপুর। এই কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার বিরুদ্ধে বিজেপি থেকে লড়বেন নেতাজী সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্রকুমার বসু। এখনও প্রার্থী দেয়নি প্রধান বিরোধী দল সিপিআই (এম)। আর কংগ্রেসের প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বুধবার সন্ধ্যায় বিজেপির বৈঠকের আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও সাবেক টিভি-তারকা স্মৃতি ইরানি ঘোষণা দেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে ভবানীপুর কেন্দ্রে নেতাজী সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্য চন্দ্রকুমার বসুকে প্রার্থী করছে বিজেপি। নেতাজী সংক্রান্ত ফাইল প্রকাশ নিয়ে মমতা সরকারের সঙ্গে মোদি সরকারের টক্কর চলছে আগে থেকেই। এবার ভোটের ময়দানেও ‘নেতাজী’র উত্তরাধিকারকে অস্ত্র করতে চাইছে মোদির দল। ২৫ জানুয়ারি হাওড়া জেলায় বিজেপি সভাপতি অমিত শাহ্মিছিলে অংশ নিয়ে দলে যোগ দেন চন্দ্র বসু। জীবনের প্রথমবার ভোটে লড়বেন তিনি, তাও হেভিওয়েট প্রার্থী মমতার বিরুদ্ধে। খবর জি নিউজ ও এনডিটিভির। প্রেসিডেন্ট নির্বাচনে সুচির প্রার্থী হতিন কিয়াও মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী আউং সান সুচির ছোটবেলার বন্ধু হতিন কিয়াও (৬৯) সুখে-দুঃখে সব সময় তার পাশে থেকেছেন। দেশটির প্রথম বেসামরিক প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তার নাম বৃহস্পতিবার ঘোষণা করেছে ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। সেনাবাহিনী প্রবর্তিত ২০০৮ সালের সংবিধান অনুযায়ী, স্বামী-সন্তান বিদেশী নাগরিক হওয়ায় এনএলডি প্রধান সুচি প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না। পরিস্থিতি বিবেচনা করে সুচি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বন্ধু ও কাছের মানুষ হতিন কিয়াও প্রেসিডেন্ট হলে তাঁর মাধ্যমেই সুচি দেশ শাসন করতে পারবেন। হতিন কিয়াও একসময় সুচির গাড়ি চালিয়েছেন। তিনি বিখ্যাত কবি ও এনএলডির প্রবীণ নেতা মিন থু উউনের ছেলে। মিয়ানমারে গণতন্ত্রের আন্দোলনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত। সুচির পাশে সব সময় থেকেছেন কিয়াও। খবর এএফপির।
×