ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরিয়া থেকে তথ্য চুরি করে ব্রিটিশ দৈনিককে দিয়েছে মোহভঙ্গ এক যোদ্ধা

২২ হাজার যোদ্ধার পরিচয়সহ আইএসের গোপন নথি ফাঁস

প্রকাশিত: ০৬:২৫, ১১ মার্চ ২০১৬

২২ হাজার যোদ্ধার পরিচয়সহ আইএসের গোপন নথি ফাঁস

জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) অতি গোপনীয় তথ্য ফাঁস করে দিয়েছে জার্মান গোয়েন্দা সংস্থা। ২২ হাজার জিহাদীর তথ্যসহ সন্ত্রাসী নেটওয়ার্কটির বৈশ্বিক নিয়োগ কর্মসূচীর বিস্তারিত বিষয় উন্মুক্ত হয়ে পড়েছে। আইএসের মোহভঙ্গ এক যোদ্ধা সিরিয়া থেকে এ তথ্য চুরি করে ব্রিটিশ দৈনিক স্কাই নিউজকে দিয়েছে বলে সংবাদপত্রটি দাবি করেছে। খবর গার্ডিয়ার ও টেলিগ্রাফের। ফাঁস হওয়া ফাইলগুলোতে যোদ্ধাদের নাম, ঠিকানা ও জাতীয়তাসহ পারিবারিক তথ্য রয়েছে। এ ফাইলগুলো থেকে জানা যায়, ১৬ ব্রিটিশ ও কয়েকজন মার্কিন নাগরিকসহ অন্তত ৫১টি দেশের যোদ্ধা রয়েছে সংগঠনটিতে। এছাড়া দেখা গেছে, আইএস যোদ্ধা নিয়োগের জন্য মানব সম্পদ সেন্টারও খুলেছে। সেখানে ২৩টি প্রশ্নসহ প্রবেশন সাক্ষাতকার নেয়া হয়। ২৩ প্রশ্নের মধ্যে রয়েছে, নাম, জন্ম তারিখ, জাতীয়তা, জন্মশহর ও রক্তের গ্রুপ। এক হাজার ৭৩৬টি নথি যাচাই করে দেখা গেছে, আইএস রিুক্রুটদের মধ্যে ৭০ শতাংশ আরব দেশগুলোর। ইউরোপীয় দেশগুলোর মধ্যে বেশি যোদ্ধা ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের। সম্ভাব্য সদস্যদের আত্মঘাতী বোমারু, সৈন্য ও অন্য কোন ভূমিকার মধ্যে একটি নির্বাচিত করতে এবং জিহাদের পূর্ববর্তী কোন অভিজ্ঞতা আছে কিনা তা বিস্তারিত জানাতে বলা হয়। স্কাই নিউজ মঙ্গলবার দাবি করেছে, আইএসের আন্তঃনিরাপত্তা পুলিশের প্রধানের কাছ থেকে চুরি করা একটি মেমোরি স্টিক তাদের দেয়া হয়েছে। আবু হামেদ নামে এক ব্যক্তি এই ফাইল চুরি করেছেন। আইএসে যোগ দেয়া ফ্রি সিরিয়ান আর্মির সাবেক এই সৈন্য জানিয়েছেন, আইএসের নেতৃত্ব নিয়ে তার মোহভঙ্গ হয়েছে। আইএসের এই গোপন তথ্য ফাঁস সংগঠনটির জন্য ব্যাপক বিপত্তি ডেকে আনবে বলে মনে করা হচ্ছে। এতে সিরিয়া ও ইরাকে যুদ্ধ প্রচেষ্টার গোয়েন্দা তথ্যও রয়েছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস দি মাইজিয়ের এ নথিগুলোর সত্যতা নিশ্চিত করে বলেছেন, জার্মান রিক্রুটদের মধ্যে যারা সিরিয়া ও ইরাক থেকে ফিরে আসবে তাদের জন্য সুস্পষ্ট তদন্ত ও কঠোর কারাদ-ের ব্যবস্থা ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, এই নথি সন্ত্রাসী সংগঠনটির অন্তর্নিহিত কাঠামো বুঝতে সহায়তা করবে। জার্মান ফেডারেল পুলিশ বিকেএর এক মুখপাত্র জানিয়েছে, তারা এই নথির ভা-ার পেয়েছে এবং বিশেষজ্ঞরা এর সত্যতা নিশ্চিত করেছে। তবে তারা কিভাবে এ নথিগুলো পেয়েছে এ বিষয়ে কিছু স্পষ্টভাবে জানায়নি।
×