ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১১ রানে হেরে স্কটল্যান্ডের বিদায়

জিম্বাবুইয়ের টানা দ্বিতীয় জয়

প্রকাশিত: ০৬:১৩, ১১ মার্চ ২০১৬

জিম্বাবুইয়ের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ টানা দুই ম্যাচ হেরে সবার আগে টি২০ বিশ্বকাপের প্রাথমিক রাউন্ড থেকেই বিদায় নিয়েছে স্কটল্যান্ড। বৃহস্পতিবার ভারতের নাগপুরে ‘বি’ গ্রুপের খেলায় তারা ১১ রানে হেরেছে জিম্বাবুইয়ের কাছে। এ নিয়ে টানা দুই ম্যাচ জিতল জিম্বাবুইয়ে। টস জিতে জিম্বাবুইয়ে আগে ব্যাটিংয়ে নামে। কিন্তু দলীয় ১৯ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। এরপরও কোন জুটি দীর্ঘ হয়নি। দলীয় ৬৭ রানের মধ্যেই ৪ উইকেটের পতন। একাই লড়েছেন শন উইলিয়ামস। তিনি ৩৬ বলে ৬ চারে ৫৩ রান করে দলকে চ্যালেঞ্জিং একটি সংগ্রহ পেতে সহায়তা করেন। এছাড়া এলটন চিগুম্বুরা ১৭ বলে ২০ ও রিচমন্ড মুতুম্বামি ১৭ বলে ১৯ রান করেন। দুটি করে উইকেট নেন মার্ক ওয়াট, এ্যালেসদাইর ইভান্স ও সাফিয়ান শরীফ। ৭ উইকেটে ১৪৭ রান করে জিম্বাবুইয়ে। জবাব দিতে নেমে মাত্র ২০ রানেই ৪ উইকেট খুইয়ে বিপর্যয়ে পড়ে স্কটিশরা। কিন্তু পঞ্চম উইকেটে ২২, ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটিতে জয়ের পথেই ছিল তারা। প্রেস্টন মমসেন ২৭ বলে ৩১ করে ফিরে গেলেও স্বপ্ন বাঁচিয়ে রেখেছিলেন রিচি বেরিংটন। কিন্তু তিনি ৩৯ বলে ১ চার ও ১ ছক্কায় ৩৬ এবং জশ ডেভি ১৩ বলে ১ চার ও ২ ছক্কায় ২৪ রান করে ফিরে যাওয়ার পর সেটা আর হয়নি। ১৯.৪ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় স্কটিশরা। স্বাধীনতা দিবস হকি বিকেএসপি-বিমান বাহিনীর জয় স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের টুর্নামেন্ট কমিটির ব্যবস্থাপনায় ও অঞ্জন’স-এর পৃষ্ঠপোষকতায় ‘স্বাধীনতা দিবস হকি প্রতিযোগিতা’ বুধবার থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হয়েছে। বৃহস্পতিবারের খেলায় বিকেএসপি ৩-০ গোলে এ্যাজাক্স এসসিকেকে হারায়। বিকেএসপির মোঃ মহসিন জোড়া গোল করেন। অপর গোলটি করেন তানজিম আহমেদ। অপর খেলায় বাংলাদেশ বিমান বাহিনী ৭-২ গোলে বাংলাদেশ পুলিশকে হারায়। বিমান বাহিনীর খোরশেদ ৩টি, প্রসেনজিৎ ২টি এবং মাহবুব ও শামিম মিয়া ১টি করে গোল করেন। পুলিশের আসাদুজ্জামান চন্দন পেনাল্টি কর্নার থেকে দুটি গোল শোধ করেন। ওয়ালটন বাংলা চ্যানেল সাঁতার স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ‘ওয়ালটন বাংলা চ্যানেল সাঁতার-২০১৬’। এই আয়োজন মূলত বিখ্যাত ইংলিশ চ্যানেল অতিক্রম করার প্রস্তুতি পর্ব ছিল। বৃহস্পতিবার সকালে টেকনাফ থেকে সাঁতারুরা সেন্ট মার্টিনের উদ্দেশে যাত্রা করেন। ১৬.১ কিলোমিটার দৈর্ঘ্যরে বাংলা চ্যানেল ভারতের সাঁতারু রিতু কেদিয়া ৩ ঘণ্টা ৪০ মিনিটে পাড়ি দেন। বাংলাদেশের শামসুজ্জামান আরাফাত পাড়ি দেন ৫ ঘণ্টা ৩০ মিনিটে। আর লিটন সরকার, মনিরুজ্জামান, মুসা ইব্রাহীম, পারভেজ রশীদ ও শাহাদাত হোসেন ৬ ঘণ্টা ১০ মিনিটে পাড়ি দেন। এভারেস্ট একাডেমির আয়োজনে, বাংলা চ্যানেলের আবিষ্কারক কীর্তিমান ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার মরহুম কাজী হামিদুল হকের (১৯৪৯-২০১৩) স্মরণে আয়োজিত এই ম্যারাথন সাঁতারে এবার ছয়জনের একটি দল বাংলা চ্যানেল পাড়ি দেন। এই আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল ওয়ালটন গ্রুপের ব্র্যান্ড মার্সেল। পাইওনিয়ার ফুটবল লীগের ফল স্পোর্টস রিপোর্টার ॥ ‘পাইওনিয়ার ফুটবল লীগ’-এর সুপার লীগ পর্বে বৃহস্পতিবার তিনটি খেলা অনুষ্ঠিত হয়। বাসাবো মাঠে ‘ক’ গ্রুপে জুরাইন ফুটবল একাডেমি ২-০ গোলে ড্রাগন ক্রীড়া চক্রকে হারায়। বিজয়ী দলের দীপক জোড়া গোল করেন। ম্যাচসেরা খেলোয়াড় হন তিনিই। আউটার স্টেডিয়ামে ‘খ’ গ্রুপে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ৩-০ গোলে হারায় ইলু স্মৃতি সংসদকে। বিজয়ী দলের সোহেল, রিয়াজউদ্দীন ও ফাহিম ১টি করে গোল করেন। ম্যাচসেরা খেলোয়াড় হন ফাহিম। বিজয় স্মরণির সামরিক জাদুঘর মাঠে, ‘গ’ গ্রুপে আরামবাগ ফুটবল একাডেমি ৫-১ গোলে হারায় মঞ্জু ফুটবল একাডেমিকে। বিজয়ী দলের ফাহিম হ্যাটট্রিক করেন।
×