ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জয় ছাড়া অন্য কিছু ভাবছি না ॥ হাতুরাসিংহে

প্রকাশিত: ০৬:১০, ১১ মার্চ ২০১৬

জয় ছাড়া অন্য কিছু ভাবছি না ॥ হাতুরাসিংহে

স্পোর্টস রিপোর্টার, ধর্মশালা থেকে ॥ টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। এ ম্যাচটির আগে সবার মুখেই একটি নাম উচ্চারণ হচ্ছে-তাসকিন আহমেদ। আরেকটি নামও আছে- আরাফাত সানি। কিন্তু আরাফাতকে নিয়ে যত না আলোচনা হচ্ছে, তাসকিনকে নিয়ে বেশি সবার মধ্যে টেনশন কাজ করছে। আইসিসি যে তাসকিনের বোলিং এ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। যে বোলারটি এ মুহূর্তে বাংলাদেশ বোলারদের মধ্যে গতির ‘রাজা’। যিনি শুরুতেই প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে ভয় ধরিয়ে দেন। ইনজুরিতে না পড়লে ২০১৪ সাল থেকে ওয়ানডে ও টি২০ ম্যাচ নিয়মিতই খেলছেন। সেই বোলারের এ্যাকশন হঠাৎ আইসিসির চোখে বাজল। যে দুই আম্পায়ার আইসিসির কাছে রিপোর্ট করেছে, তারাও তো এ সময়ের মধ্যে তাসকিনের বোলিং দেখেছে। হঠাৎ করে কেন এখন তাসকিনের বোলিং এ্যাকশন নিয়ে প্রশ্ন তুলছে? এত সব প্রশ্ন উঠছে। আর এসব প্রশ্ন বৃহস্পতিবার বাংলাদেশ কোচ চন্দিকা হাতুরাসিংহের কাছে ধেয়ে গেছে। তাতে শেষ প্রশ্নে এসে বেজায় চটে গেছেন হাতুরাসিংহে। বলেছেন, ‘আমার বোলার নিয়ে তারা (আইসিসি) অবগত, তাদের সিদ্ধান্ত নিয়েও আমি অবগত।’ বোঝাই যাচ্ছে, আইসিসির হঠাৎ করে নেয়া এমন সিদ্ধান্তে নারাজ হাতুরাসিংহে। তাই বলে তাসকিন ও আরাফাত সানির এ বিষয়গুলো নিয়েই পড়ে থাকতে রাজি নন হাতুরাসিংহে। ম্যাচেও মনোযোগ দিতে চান। আইরিশদের বিপক্ষে ম্যাচ জেতাই তার লক্ষ্য। বলেও দিয়েছেন, ‘আমরাই জিতব।’ টি২০ বিশ্বকাপের মতো টুর্নামেন্টে অংশ হতে পেরে খুশি কোচ। সঙ্গে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের অবস্থা অনেক ভালও বলেছেন, ‘এমন টুর্নামেন্টের অংশ নিতে পারা সব সময়ই দারুণ। আমার মনে হয় পরবর্তী ম্যাচের জন্য আমরা খুব ভাল অবস্থায় আছি।’ আয়ারল্যান্ডকে নিয়ে সতর্কও কোচ। সঙ্গে আয়ারল্যান্ড যে ওমানের বিপক্ষে হেরেছে সেটিতে ইতিবাচকই খুঁজে পাচ্ছেন, ‘আমার মনে হয় না তারা (ওমান) কোন জিনিস সহজ হতে দেবে। কারণ, তারা এই মুহূর্তে যে কোন দলকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী। এটা ক্রিকেটের জন্য ভাল। তাদের জয়ে আমরাও খুশি। কারণ, আয়ারল্যান্ডকে এখন কিছু বিষয়ে ভাবতে হবে। এটা সব সময়ই ভাল যখন আপনি প্রতিপক্ষের মাথায় সন্দেহ ঢুকিয়ে দেন।’ ধর্মশালায় আজ খেলা শুরু বাংলাদেশ সময় রাত আটটায়। তাই কুয়াশার বিষয়টি ভালভাবেই মাথায় রাখতে হচ্ছে। এমনিতেই বরফে ঘেরা পাহাড়ী শহর ধর্মশালায় প্রচুর ঠা-া। দিনে ঠা-া একটু কম থাকলেও রাতে বেশি ঠা-া থাকে। কুয়াশা নিয়ে তাই কোচের ধারণা, ‘আমরা এ বিষয়ে অবগত। এসব আমরা হিসাবে রেখেছি। আমরা শুনেছি শেষ ম্যাচে কিছুটা কুয়াশার প্রভাব পড়ে। এটা আমাদের মাথায় আছে।’ আয়ারল্যান্ডকে পেশাদার দল বলতেও ভুলে যাননি হাতুরাসিংহে, ‘আমি জানি আয়ারল্যান্ড পেশাদার দল। যদিও গতকাল (বুধবার) খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। টি২০ ক্রিকেটে আপনি ভবিষদ্বাণী করতে পারবেন না। যে কোন কিছু হতে পারে, এক ওভারে সব পাল্টে যেতে পারে। তাই আমরা আমাদের সেরাটা দেয়ার আশাই করছি। সামর্থ্য অনুসারে খেলার চেষ্টায় আছি। আমার মনে হয় সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে ম্যাচে জিততে সমস্যা হবে না। তবে কন্ডিশন দুই দলের জন্যই কঠিন হবে।’ বোলিংটা বাংলাদেশের ইদানিং অনেক ভাল হচ্ছে। তবে ব্যাটিং নিয়ে আছে সমস্যা। বিশেষ করে মিডলঅর্ডারে সমস্যা আছে। সেই পজিশনটিতে যেহেতু সিনিয়রদের আধিক্য, তাই সেটি নিয়েও ভাবতে হচ্ছে কোচকে, ‘আমাদের বোলাররা খুবই ভাল করছে। ব্যাটিং নিয়ে একটু ভাবতে হচ্ছে। দলগত ভাবে ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে। সিনিয়র ক্রিকেটারদের নিয়ে ভাবনা আছে। তবে বিশ্বাস আছে তাদের ক্ষমতা আছে ভাল খেলার। এখন যে খেলা খেলছে, তারচেয়ে ভাল ব্যাটসম্যান তারা। আশা করছি, দ্রুতই রানে ফিরবে।’ কিভাবে জেতা যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে? সেটিও জানিয়ে দিলেন কোচ, ‘আমরা ঘরের মাঠে দ্রুত গতির উইকেটে খেলেছি। তাই এখানকার অবস্থা ভালভাবে বুঝতে হবে আমাদের। এটা সহজ নয়। আমি সব সময়ই বলি ভাল শুরু কর এবং প্রতিপক্ষকে চাপে ফেলে দাও। এছাড়া আমরা একই ধরনের উইকেটে খেলছি। আমাদের বোলারদের সম্পর্কে তারা জানে। ঠিক একইভাবে তাদের সামর্থ্য জানা আছে আমাদের।’ সামর্থ্য জানা আছে বলেই জয়ের আশাও করা হচ্ছে।
×