ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউজিসি চেয়ারম্যান ‘এমটিসি রুশিকুমার পান্ডে লাইফ টাইম এ্যাওয়ার্ড’ পেলেন

প্রকাশিত: ০৬:০৩, ১১ মার্চ ২০১৬

ইউজিসি চেয়ারম্যান ‘এমটিসি রুশিকুমার পান্ডে লাইফ টাইম এ্যাওয়ার্ড’ পেলেন

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান উচ্চশিক্ষায় অনবদ্য অবদান রেখে বাংলাদেশসহ বিশে^র অন্য দেশসমূহের মানুষকে শিক্ষার মাধ্যমে আলোকিত করার জন্য এমটিসি-গ্লোবাল, ইন্ডিয়া কর্তৃক ‘এমটিসি রুশিকুমার পান্ডে লাইফ টাইম এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড ২০১৬’-এ ভূষিত হয়েছেন। এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি ভারতের ব্যাঙ্গালুরা এমটিসি গ্লোবালের ৬ষ্ঠ বার্ষিক গ্লোবাল কনভেনশন সঙ্কল্প ২০১৬ অনুষ্ঠানের সময়ে অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি রহিমা খাতুনের মৃত্যুবার্ষিকী পালন নাটোরে দোয়া মাহফিল নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ মার্চ ॥ দৈনিক জনকণ্ঠ সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের শাশুড়ি ও গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের ভাইস চেয়ারম্যান শামীমা আতিকউল্লাহ খান নিনার মা রহিমা খাতুনের ৪৩তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে শহরের দক্ষিণ বড়গাছা পালপাড়া এলাকার নাটোর ভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও তাঁর সহধর্মিণী গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের ভাইস চেয়ারম্যান শামীমা আতিকউল্লাহ খান নিনা, তাদের পুত্র গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের পরিচালক জিশাল এ খানসহ নিকটস্থ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। সনদ বিতরণ বাংলাদেশ বিমান বাহিনীর ৫৬তম ফ্লাইট সেফটি অফিসার্স কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্লাইট সেফটি ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম মাজহারুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন। -আইএসপিআর
×