ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওএমএসে চাল ও আটার দাম ফের কমল

প্রকাশিত: ০৬:০২, ১১ মার্চ ২০১৬

ওএমএসে চাল ও আটার দাম ফের কমল

বিশেষ প্রতিনিধি ॥ সরকারী গুদামের মজুদ কমাতে এবং বিক্রি বাড়াতে খোলা বাজারে বিক্রির (ওএমএস) চাল ও আটার দাম আবার কমিয়েছে সরকার। খোলা বাজারে বিক্রির জন্য প্রতিকেজি চালের দাম ২০ টাকা থেমে কমিয়ে ১৫ টাকা এবং আটা ১৯ টাকার পরিবর্তে ১৭ টাকা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। দাম কমানোর কারণ সম্পর্কে কিছু না জানালেও সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ওএমএসের মাধ্যমে সরকার চাল-আটার বিক্রি বাড়াতে চায়। আর মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, গুদামে মজুদ খাদ্য নষ্ট হওয়ার শঙ্কা থাকায় সরকার কম দামে ওএমএসের চাল-আটা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ গত বছরের ২৩ নবেম্বর ওএমএসের চাল ও আটার দাম কমিয়েছিল সরকার। ওই সময় প্রতিকেজি চালের দাম ২৪ টাকা থেকে কমিয়ে ২০ টাকা এবং আটার দাম ২২ টাকার পরিবর্তে ১৯ টাকা নির্ধারণ করা হয়। এর আগে ২০১৩ সালের ২ এপ্রিল ভোক্তা পর্যায়ে ওএমএসের চালের কেজি ২৪ টাকা ও আটার দর ২২ টাকা নির্ধারণ করে সরকার। দেশের প্রায় ৫০০টি কেন্দ্রে খোলা বাজারের চাল-আটা বিক্রি হচ্ছে। খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সরকারী গুদামে মজুদ চাল ও গমের সর্বশেষ অবস্থা বিবেচনা করে প্রধানমন্ত্রী সম্প্রতি ওএমএসের চাল-আটার দাম কমানোর নির্দেশ দেন। দেশে খাদ্য গুদামের ধারণক্ষমতা ২০ লাখ মেট্রিক টন হলেও বর্তমানে ১৬ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। কর্মকর্তারা বলছেন, মজুদ চাল ও গম গুদাম থেকে বের করতে না পারলে আগামী মৌসুমে ধান-চাল সংগ্রহে জটিলতা দেখা দেবে। এছাড়া খাদ্যশস্য নষ্ট হওয়ারও আশঙ্কা রয়েছে। ক্যাপস্টোন কোর্স ন্যাশনাল ডিফেন্স কলেজের ২ সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্স-’১৬ এর সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ এনডিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। কোর্সটি নীতিনির্ধারণী সকল পর্যায়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।-আইএসপিআর
×